• Home
  • Business
  • পুরাতন বাইক নেওয়ার আগে যেসব বিষয়ে নজর দিতে হবে
পুরাতন বাইক

পুরাতন বাইক নেওয়ার আগে যেসব বিষয়ে নজর দিতে হবে

Spread the love

পুরাতন বাইক নেওয়ার আগে আপনাকে বেশ কিছু বিষয়ের উপর নজর দিতে হবে। নতুন বাইক কেনার সামর্থ্য আমাদের সবার থাকে না তাই আমাদেরকে বাধ্য হয়ে পুরাতন বাইকের দিকে নজর দিতে হয়। কিন্তু পুরাতন বাইক নেওয়ার পূর্বে আপনাকে বেশ কিছু বিষয়ে সতর্ক অবলম্বন করতে হবে এবং কিছু বিষয়ের উপর নজর দিতে হবে। আজকের এই আর্টিকেলে নেওয়ার সময় আপনাকে কি কি বিষয় দেখতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরাতন বাইক নেওয়ার আগে কোন কোন বিষয়ের উপর আপনার নজর দেওয়া উচিত

কাগজপত্র যাচাই
রেজিস্ট্রেশন সনদ (RC), ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট, ইনস্যুরেন্স কাগজপত্র ঠিক আছে কিনা দেখুন।
ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর কাগজের সঙ্গে মিলে কিনা যাচাই করুন।
পূর্বের মালিকানা পরিবর্তন (যদি থাকে) বৈধভাবে হয়েছে কিনা চেক করুন।

আমাদের তেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন

বাইকের ইঞ্জিন
ইঞ্জিন স্টার্ট দিলে অস্বাভাবিক শব্দ হচ্ছে কিনা শুনুন।
ধোঁয়া বেশি বের হলে (বিশেষ করে কালো বা নীল ধোঁয়া) বুঝবেন ইঞ্জিনে সমস্যা আছে।
ইঞ্জিন অয়েল লিক করছে কিনা খেয়াল করুন।

গিয়ার ও ক্লাচ
গিয়ার পরিবর্তন মসৃণভাবে হচ্ছে কিনা চেক করুন।
ক্লাচ শক্ত বা ঢিলা হয়ে গেলে চালাতে সমস্যা হবে, তাই সেটা পরীক্ষা করুন।

চাকা ও টায়ার
টায়ারের অবস্থা দেখুন (ফেটে গেছে বা একেবারে ক্ষয়ে গেছে কিনা)।
টায়ারের গ্রিপ ঠিক আছে কিনা খেয়াল করুন।
হুইল রিম বাকা বা ক্ষতিগ্রস্ত কিনা দেখুন।

ব্রেক ও সাসপেনশন
সামনের ও পেছনের ব্রেক ভালোভাবে কাজ করছে কিনা যাচাই করুন।
ব্রেক চাপলে শব্দ হচ্ছে কিনা খেয়াল করুন।
সাসপেনশন নরম ও আরামদায়ক কিনা পরীক্ষা করুন।

চ্যাসিস ও বডি
বডিতে দুর্ঘটনার দাগ বা ওয়েল্ডিং করা আছে কিনা খেয়াল করুন।
চ্যাসিসে মরিচা ধরেছে কিনা দেখুন।

ইলেকট্রিক্যাল পার্টস
হেডলাইট, ব্যাকলাইট, ইন্ডিকেটর, হর্ন সব ঠিকভাবে কাজ করছে কিনা চেক করুন।
ব্যাটারির চার্জ ভালো আছে কিনা খেয়াল করুন।

Read More : পুরাতন রেষ্টুরেন্ট নেওয়ার আগে এই বিষয়গুলি দেখা বাধ্যতামূলক

ওডোমিটার (মাইলেজ)
কত কিলোমিটার চালানো হয়েছে সেটা দেখুন।
হঠাৎ খুব কম কিলোমিটার দেখালে সন্দেহজনক হতে পারে।

টেস্ট রাইড
বাইক চালিয়ে গিয়ার, ব্রেক, সাসপেনশন ও ব্যালান্সিং টেস্ট করুন।
চালানোর সময় অস্বাভাবিক কম্পন বা শব্দ হচ্ছে কিনা খেয়াল করুন।

দাম ও বাজার যাচাই
একই মডেলের বাইকের বাজারদাম দেখে নিন।
খুব কম দাম হলে চুরি করা বা সমস্যাযুক্ত হতে পারে।

আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে সব সময় নতুন বাইক নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি ড্রাইভিং এ অভিজ্ঞ না হন তাহলে অবশ্যই পুরাতন বাইক নিয়ে আপনাকে অভিজ্ঞ ড্রাইভার হতে হবে। তাই পুরাতন বাইক নেওয়ার সময় কাগজপত্র, ইঞ্জিন, ব্রেক/গিয়ার, চাকা/সাসপেনশন, ইলেকট্রিক্যাল, টেস্ট রাইড এগুলো খুঁটিয়ে দেখলে প্রতারণা থেকে বাঁচবেন।


Spread the love
1 Comments
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *