পুরাতন গাড়ি কেনার আগে যেসব বিষয় দেখা উচিত
বর্তমান সময়ে অনেকে নতুন গাড়ির চেয়ে পুরাতন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার দিকে ঝুঁকছেন। কারণ এতে খরচ কম হয় এবং তুলনামূলকভাবে সহজে বাজেটের মধ্যে পছন্দের গাড়ি পাওয়া যায়। তবে ভুল সিদ্ধান্ত নিলে পরে ঝামেলা পোহাতে হতে পারে। তাই পুরাতন গাড়ি কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে যাচাই করা জরুরি।
১. কাগজপত্র যাচাই
প্রথমেই গাড়ির কাগজপত্র পরীক্ষা করতে হবে।
রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট, ইনস্যুরেন্স ইত্যাদি হালনাগাদ আছে কিনা নিশ্চিত হোন।
চেসিস ও ইঞ্জিন নম্বর কাগজের সঙ্গে মিলিয়ে দেখুন।
পূর্বে মালিকানা পরিবর্তন হলে সেটা বৈধভাবে হয়েছে কিনা যাচাই করুন।
নতুন নতুন তথ্য ও প্রযুক্তি নিয়ে আপডেট পেতে আমাদের টেলিগ্রামে জয়েন করুন
২. ইঞ্জিন ও মেকানিক্যাল কন্ডিশন
গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইঞ্জিন।
ইঞ্জিন স্টার্ট দিয়ে অস্বাভাবিক শব্দ বা ধোঁয়া বের হচ্ছে কিনা দেখুন।
ইঞ্জিন অয়েল লিক করছে কিনা খেয়াল করুন।
গিয়ার ও ক্লাচ মসৃণভাবে কাজ করছে কিনা পরীক্ষা করুন।
৩. বডি ও চেসিস পরীক্ষা
গাড়ির গায়ে বড় ধরনের দুর্ঘটনার চিহ্ন বা ওয়েল্ডিংয়ের দাগ থাকলে সেটা কেনা ঝুঁকিপূর্ণ।
বডিতে মরিচা ধরেছে কিনা বা কোথাও রং নতুন করে করা হয়েছে কিনা দেখুন।
চেসিস বেঁকে গেছে কিনা খেয়াল করুন।
৪. টায়ার ও ব্রেক
টায়ারের অবস্থা ভালো কিনা এবং গ্রিপ ঠিক আছে কিনা যাচাই করুন।
সামনের ও পেছনের ব্রেক যথাযথভাবে কাজ করছে কিনা টেস্ট করুন।
ব্রেক চাপলে অস্বাভাবিক শব্দ হচ্ছে কিনা খেয়াল করুন।
৫. সাসপেনশন ও স্টিয়ারিং
গাড়ি চালিয়ে দেখুন সাসপেনশন নরম ও আরামদায়ক কিনা।
স্টিয়ারিং ঘোরানো মসৃণ হচ্ছে কিনা টেস্ট করুন।
৬. ইলেকট্রিক্যাল সিস্টেম
হেডলাইট, ব্যাকলাইট, ইন্ডিকেটর, ওয়াইপার, এয়ার কন্ডিশন এবং সাউন্ড সিস্টেম সব ঠিক আছে কিনা যাচাই করুন।
ব্যাটারির চার্জ ও অবস্থা ভালো কিনা নিশ্চিত হোন।
৭. ওডোমিটার ও মাইলেজ
গাড়িটি কত কিলোমিটার চালানো হয়েছে সেটা দেখে নিন।
অস্বাভাবিকভাবে কম মাইলেজ দেখালে সন্দেহ করুন, কারণ অনেক সময় ওডোমিটার পরিবর্তন করা হয়ে থাকে।
Read More : মাত্র ২১ দিনে আপনার আত্মবিশ্বাস বাড়ানোর কৌশল জেনে নিন সহজে – প্রমাণিত
৮. টেস্ট ড্রাইভ
গাড়ি কেনার আগে অবশ্যই টেস্ট ড্রাইভ দিন।
গাড়ি চালানোর সময় গিয়ার, ব্রেক, সাসপেনশন, স্টিয়ারিং ও ইঞ্জিন কেমন পারফর্ম করছে সেটা বুঝে নিন।
কোনো অস্বাভাবিক শব্দ বা কম্পন হচ্ছে কিনা খেয়াল করুন।
৯. দাম ও বাজার যাচাই
একই মডেলের গাড়ির বাজারদাম আগে জেনে নিন।
খুব কম দামে গাড়ি পাওয়া গেলে সেটা চুরি করা বা সমস্যাযুক্ত হতে পারে।
দাম নির্ধারণের আগে অভিজ্ঞ মেকানিকের পরামর্শ নিন।
পুরাতন গাড়ি কেনা একদিকে সাশ্রয়ী হলেও সতর্ক না হলে পরে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই গাড়ির কাগজপত্র, ইঞ্জিন, ব্রেক, সাসপেনশনসহ প্রতিটি বিষয় ভালোভাবে পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেয়াই হবে বুদ্ধিমানের কাজ। প্রয়োজনে একজন দক্ষ মেকানিক সঙ্গে নিয়ে গাড়ি যাচাই করলে আরও নিরাপদ থাকা যায়।





