• Home
  • Health Tips
  • কাউকে দুশ্চিন্তায় রাখতে চাইলে এই ৫ টি টেকনিক মেনে চলুন?
কাউকে দুশ্চিন্তায় রাখতে

কাউকে দুশ্চিন্তায় রাখতে চাইলে এই ৫ টি টেকনিক মেনে চলুন?

Spread the love

যদি কাউকে দুশ্চিন্তায় রাখতে চান তাহলে আপনাকে বুদ্ধিমত্তার সহযোগিতায় চলাফেরা করতে হবে। সাধারণত আশেপাশে আমাদের বন্ধু-বান্ধবের অভাব নাই। কাউকে দুশ্চিন্তায় রাখতে চাইলে আপনাকে বিশেষ কিছু টেকনিক অবলম্বন করতে হবে। এমন কিছু টেকনিক আপনাকে ফলো করতে হবে যার মাধ্যমে আপনি যে কাউকে দুশ্চিন্তায় রাখতে পারবেন খুব সহজে। আজকে কাউকে দুশ্চিন্তায় রাখতে চাইলে আপনাকে কোন কোন টেকনিক এবং পদ্ধতি অবলম্বন করতে হবে তা নিয়ে আলোচনা করব।

মাঝে মাঝে সম্মান করুন, মাঝে মাঝে ভাব ধরুন

কাউকে টেনশনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে এটি। ধরুন আপনার সাথে কারো ভালো সম্পর্ক রয়েছে। আপনি তাকে খুব বেশি সম্মান করেন। কিন্তু আপনি যদি তার সাথে হুট করে ভাব ধরে বসে থাকেন, তাহলে সে টেনশনে পড়ে যাবে। সেই সব সময় চিন্তা করবে আপনি তাকে সবসময় সম্মান করেন কিন্তু হঠাৎ করে তার সাথে এমন ব্যবহার কেন করতেছেন।  অবিশ্বাস্য হলে সত্যি যে এই বিষয়টি নিয়ে সবাই চিন্তাভাবনা করে। তাই কাউকে টেনশনে রাখতে হলে আপনার প্রধান কাজ হচ্ছে তাকে মাঝে মাঝে সম্মান করুন আবার মাঝে মাঝে তার সাথে ভাব ধরুন।

সহযোগিতা না করে আশ্বস্ত করুন

আমাদের সমাজে আমরা অনেক সময় কেউ সহযোগিতা চাইলেই আমরা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। যখন কোন ব্যক্তি সবসময় আপনার কাছ থেকে সহযোগিতা পাইবে তখন সে আপনাকে অবহেলা করবে এবং বিপদের সম্মুখীন হলে আপনাকে স্মরণ করবে। তাই কেউ যখন আপনার কাছ থেকে সহযোগিতা চাইবে তাকে সহযোগিতা না করে সব সময় আশ্বস্ত করুন। আপনি যখন তাকে সহযোগিতা না করা আশ্বস্ত করবেন তখন সেই সব সময় আপনাকে নিয়ে ভাববে। আপনাকে নিয়ে চিন্তা করবে এবং সে টেনশনে থাকবে যে কখন আপনি তাকে সহযোগিতা করবেন। তাই কাউকে টেনশনে রাখার জন্য এই টেকনিকটিও বেশ কার্যকরী।
তবে মনে রাখবেন কেউ যদি বেশি বিপদে পড়ে আপনার কাছ থেকে সহযোগিতা চাইতে আসে, তখন তাকে আস্বস্ত না করে আপনার সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করুন।

সমস্যা সমাধান না করে ঝুলিয়ে রাখুন

বর্তমানে আমাদের সমাজে যারা বিচারপতি রয়েছে তাদের বেশিরভাগই সমস্যা সমাধান না করে তা ঝুলিয়ে রাখে। সমস্যা সমাধান হয়ে গেলে তো আপনি টেনশন মুক্ত থাকবেন। যখন আপনার সমস্যাটি সমাধান না করে ঝুলিয়ে রাখবে তখন আপনি ওই সমস্যা ঠিক সমাধান করার জন্য টেনশন করবেন। আমাদের সমাজে অধিকাংশ ব্যক্তি এই টেকনিকটি অবলম্বন করে থাকেন কাউকে টেনশনে রাখার জন্য। তাই আপনি যখন কাউকে টেনশনে রাখতে চাইবেন তার যেকোনো সমস্যা হুট করে সমাধান না করে ঝুলিয়ে রাখার চেষ্টা করুন। এই টেকনিটি অবলম্বন করলে আপনার মূল্যটা বাড়বে। কেননা এই সমস্যাটা সমাধান করার জন্য সে সব সময় আপনার শরণাপন্ন হবে।
তবে মনে রাখবেন ইচ্ছাকৃতভাবে কারো সমস্যা আপনি ঝুলিয়ে রাখবেন না। আপনি যদি কারো সমস্যার সমাধান না করে ঝুলিয়ে রেখে তাকে বিপদ যুক্ত করেন, তাহলে একদিন আপনিও সেই পথের যাত্রী হতে পারেন।

দুর্বল পয়েন্ট নিয়ে নাড়াচাড়া করুন

আমাদের সমাজে এমন চলাফেরার ক্ষেত্রে আমাদের বন্ধু-বান্ধব পরিবারের প্রত্যেকটা ব্যক্তির কিছু দুর্বল পয়েন্ট রয়েছে। আপনি যখন তার সাথে কোন সমস্যায় জড়াবেন তখন যদি আপনি তাকে তার দুর্বল পয়েন্ট বরাবর আঘাত করেন তাহলে সে আপনার কাছে মত হতে বাধ্য। তাই কাউকে টেনশন না ফেলার পূর্বে তার সম্পর্কে তার দুর্বল পয়েন্টগুলো জানার চেষ্টা করুন। যখনই তাকে টেনশন রাখার চেষ্টা করবেন তখনই তার দুর্বল বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করুন। দুর্বল পয়েন্ট নিয়ে কাউকে যখন আপনি নাড়াচাড়া করবেন সে সব সময় টেনশন থাকবে।
তবে মনে রাখবেন পৃথিবীতে প্রতিটি মানুষের যেমন দুর্বল পয়েন্ট রয়েছে তেমনি আপনারও কিছু দুর্বল পয়েন্ট রয়েছে। আপনি যদি জেনে শুনে কারো দুর্বল পয়েন্ট নিয়ে আঘাত করেন তাহলে প্রকৃতিও একদিন আপনাকে আপনার দুর্বল পয়েন্ট নিয়ে আঘাত করবে।

Read More : ইউটিউব থেকে ইনকাম (Youtube Earning) করার বিভিন্ন মাধ্যম নিয়ে সম্পূর্ণ গাইড লাইন

নিজের সম্পর্কে কম প্রকাশ করুন

আপনার বন্ধু বান্ধব এমন পরিবার আত্মীয়-স্বজনের সাথে যখন আপনি চলাফেরা করবেন তখন নিজের সম্পর্কে তাদের কাছে কম প্রকাশ করার চেষ্টা করুন। আপনার ব্যক্তিগত যে কোন বিষয় গোপন রাখার চেষ্টা করুন। আপনি যখন নিজেকে হাইড করবেন এবং নিজের সম্পর্কে সবার সামনে কম তুলে ধরবেন তখন সবাই আপনাকে নিয়ে গবেষণা করতে প্রস্তুত থাকবে। এবং যে ব্যক্তি আপনার খুব কাছের বন্ধু সেও আপনাকে নিয়ে অনেক টেনশন করবে এখন আপনার সম্পর্কে জানার চেষ্টা করবেন। তাই কাউকে টেনশনে রাখতে চাইলে তাকে আপনার নিজের সম্পর্কে কম প্রকাশ করার চেষ্টা করুন।

ইচ্ছাকৃতভাবে কাউকে টেনশন না রাখার চেষ্টা করবেন না। কারণ আপনি যদি কাউকে টেনশনে রাখেন প্রকৃতিও আপনাকে যে কোন একটা বিষয় ধরে টেনশনে রাখবেন। তাই অকারণে কাউকে চিন্তায় রাখবেন না। সম্ভব মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন এবং মানুষকে সমস্যা সমাধান করে তাকে বিপদমুক্ত করুন। সবাইকে টেনশন মুক্ত থাকতে সহযোগিতা করুন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *