এখন থেকে আপনি চাইলে একটি whatsapp এপস এর মধ্যে আনলিমিটেড Whatsapp একাউন্ট ব্যবহার করতে পারবেন একদম সহজে। পূর্বে আমাদের Whatsapp একাউন্ট এর মধ্যে এই সুবিধাটি ছিল না। কিন্তু সম্প্রতি whatsapp এর একটি আপডেটের মাধ্যমে এখন আপনি চাইলে একটি whatsapp অ্যাপসের মধ্যে আপনি যত খুশি তত Whatsapp একাউন্ট ইউজ করতে পারবেন।
আনলিমিটেড Whatsapp একাউন্ট ব্যবহারের সুবিধা
পূর্বে Whatsapp এপস এর মধ্যে একটিমাত্র WhatsApp আইডি ব্যবহার করে যেতো। যার ফলে একাধিক WhatsApp আইডি ব্যবহারের জন্য একাধিক মোবাইল ডিভাইস ব্যবহার করতে হতো। যা অত্যন্ত ব্যয়বহুল এবং আমাদের জন্য অসুবিধা জনক ছিল। কিন্তু বর্তমানে একটি ডিভাইসে আপনি চাইলে আনলিমিটেড Whatsapp একাউন্ট ব্যবহার করতে পারবেন। আপনি একটি অ্যাপস এর মধ্যে যতটি ইচ্ছা Whatsapp একাউন্ট খুলে রাখতে পারেন, আপনার যখন ইচ্ছা তখন সে অ্যাকাউন্টের লগইন করে আপনি ব্যবহার করতে পারেন। বর্তমানে এই সুবিধাটি Imo, Instagram এর মত Whatsapp একাউন্টেও নিয়ে এসেছে।
প্রতিদিন তথ্য ও প্রযুক্তি বিষয়ে আপডেট পেতে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন এখনই
আনলিমিটেড Whatsapp একাউন্ট ব্যবহারের সমস্যাগুলো
🔰আনলিমিটেড আনলিমিটেড whatsapp এপস ব্যবহার করার ফলে আপনার মোবাইলে প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। যা আপনার জন্য বিরক্তিকর কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে আপনি যদি নোটিফিকেশন সেটিংস থেকে নোটিফিকেশন আসা অফ করে রাখতে পারেন তাহলে আপনার জন্য আর কোন বিরক্তিকর হবে না।
🔰আপনার মোবাইলের RAM যদি কম হয় তাহলে একটু মোবাইল স্লো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে দুই তিনটি একাউন্টের বেশি অ্যাড না করাই শ্রেয়
🔰অন্য যেকোনো ব্যক্তি আপনার Whatsapp একাউন্ট এক্সেস নিয়ে নিতে পারে খুব সহজে। তবে এই ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে অন্য কেউ আপনার WhatsApp আইডি এর এক্সেস নিতে না পারে।
🔰একাধিক WhatsApp আইডি ব্যবহার করার ফলে আপনার মোবাইলে প্রচুর পরিমাণে কল আসার সম্ভাবনা রয়েছে। তবে সেটিংস অপশন থেকে কল আসা ডিজেবল করে রাখতে পারলে আপনার জন্য আর বিরক্ত করো কারণ হয়ে দাঁড়াবে না।
আরো পড়ুন : টিকটক ভিডিও ভাইরাল করতে চাইলে আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে
Flowchart এর মাধ্যমে Settings টি দেখে নিন
Whatsapp Apps 👉 3 dot Menu 👉 Settings 👉 Account 👉 Add Account
Settings টি কিভাবে চালু করবেন?
♦️সর্বপ্রথম আপনি আপনার ডিভাইস থেকে WhatsApp আইডি এ প্রবেশ করুন।
♦️এরপর একদম উপর থেকে ডান পাশের কোনায় 3 dot মেন্যু বাটন রয়েছে সেখানে ক্লিক করে Settings বাটনে ক্লিক করুন।
♦️Settings বাটনে ক্লিক করার পর Accounts অপশনে ক্লিক করুন।
♦️এবার একদম নীচে গেলে আপনি Whatsapp App নামে যে অপশন টি রয়েছে সে অপশনে ক্লিক করুন।
♦️এবার আপনি যেভাবে Whatsapp একাউন্ট চালু করে, সেভাবে আনলিমিটেড একাউন্ট ওপেন করে রাখুন।
♦️আপনার যখন ইচ্ছা হবে তখন যে একাউন্টটি প্রয়োজন সে একাউন্টে ক্লিক করে ভিতরে প্রবেশ করে ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুন :পুরাতন ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো খেয়াল করবেন
একই মোবাইলে একাধিক WhatsApp আইডি ব্যবহার করার ফলে আপনার বিজিনেস কিংবা পার্সোনাল ক্ষেত্রে অনেক সহায়ক হবে। আপনি আলাদা আলাদা বিজনেস কিংবা বিষয়ের জন্য আপনি আলাদা আলাদা WhatsApp আইডি ব্যবহার করতে পারেন।
আরো পড়ুন : পুরাতন মোবাইল কেনার আগে যে বিষয়গুলো খেয়াল করবেন





