• Home
  • Social Media
  • Whastapp একাউন্টের ৫ টি গোপন সেটিংস | এই ৫ টি সেটিংস আপনাকে অবাক করবে
Whastapp একাউন্টের ৫ টি গোপন সেটিংস

Whastapp একাউন্টের ৫ টি গোপন সেটিংস | এই ৫ টি সেটিংস আপনাকে অবাক করবে

Spread the love

Whastapp একাউন্টের ৫ টি গোপন সেটিংস যা আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই পাঁচটি সেটিংস আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে। Whastapp একাউন্টের ৫ টি গোপন সেটিংস আপনাকে Whatsapp একাউন্টের ব্যবহারের ক্ষেত্রে আরো দক্ষ করে তুলবে। চলুন তাহলে Whastapp একাউন্টের এই ৫ টি গোপন সেটিংস জেনে নেওয়া যাক।

যে কাউকে HD কোয়ালটির ছবি সেন্ড করুন।


যেকাউকে HD কোয়ালিটির ছবি পাঠাতে চাইলে আপনাকে অবশ্যই এই সেটিংস টি চালু করে রাখতে হবে।

সরাসরি আপনার whatsapp একাউন্টে প্রবেশ করুন
এরপর Settings অপশনে প্রবেশ করুন
এরপর Storage & Data অপশনে যান
এরপর Media Upload Quality অপশনে গিয়ে HD

Qaulity এই অপশন টি সিলেক্ট করে রাখুন।
এবার আপনি আপনার ইচ্ছামত যে কাউকে ভিডিও এবং ছবি পাঠাতে থাকেন। আপনার মোবাইল থেকে অরজিনাল এবং এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও সেন্ড হবে।

নতুন তথ্যপ্রযুক্তি বিষয়ে আপডেট পেতে চাইলে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে ফেলুন।

Whatsapp এর Story যেকেউ শেয়ার ও ফরোয়ার্ড করতে পারবে।


whatsapp এ একটি নতুন আপডেট এসেছে যেখানে আপনি যে কারো হোয়াটসঅ্যাপ একাউন্ট এর স্টোরি শেয়ার এবং ফরোয়ার্ড করতে পারবেন।

whastapp একাউন্টে প্রবেশ করুন।
Settings অপশনে যান।
Status অপশনে যান
এবার আপনি Allow Sharing এই অপশন টি চালু করে দিন।

এখন থেকে আপনি Whastapp একাউন্টে যেসব Story গুলো শেয়ার করবেন সেগুলো যেকেউ চাইলে শেয়ার এবং ফরোওয়ার্ড করতে পারবে।

Whatsapp একাউন্টের Story ফেসবুক এবং Instagram এ অটো শেয়ার করুন


আপনি যখন Whatsapp একাউন্টে কোনো Story আপলোড করবেন সেগুলো সাথে সাথে Facebook & Instagram এ অটো আপলোড হয়ে যাবে।

সরাসরি আপনার Whatsapp একাউন্টে প্রবেশ করুন
এরপর Settings অপশনে প্রবেশ করুন।
এরপর Status অপশনে যান
Facebook Story & Instagram Story অপশন দুইটি চালু করে দিন।

এখন থেকে আপনি Whatsapp একাউন্টে যতগুলো Story আপলোড করবেন, সবগুলো Instagram & Facebook এ অটোমেটিক আপলোড হয়ে যাবে।

অটো ডাউনলোড বন্ধ করুন


Whatsapp একাউন্টে কেউ যখন ছবি ও ভিডিও পাঠায় তখন সেগুলো অটো ডাউনলোড হতে থাকে। যার ফলে আমাদের প্রচুর পরিমাণে ডাটা খরচ হতে থাকে। তাই ছবি ও ভিডিও অটো ডাউনলোড হওয়া বন্ধ করুন এখনই

Whatsapp একাউন্টে ঢুকে Settings অপশনে প্রবেশ করুন
এরপর Storage & Data অপশনে চলে যান
একদম নীচে Media Auto Download অপশনে গেলে ৩ টি অপশন দেখতে পাবেন, সব অপশনে No Media সিলেক্ট করে দিন।

এখন থেকে আপনার একাউন্টে যতগুলো ছবি এবং ভিডিও আসবে কখনো অটোমেটিক ডাউনলোড হবে না। আপনি যখনই ডাউনলোড করতে চাইবেন তখনই আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসতে পারবেন।

আরো পড়ুন : একই Whastapp এপস এর মধ্যে আনলিমিটেড Whatsapp একাউন্ট ব্যবহার করুন

Whatsapp একাউন্টে Email যুক্ত করুন


আপনার Whatsapp একাউন্টে ইমেইল যুক্ত করা না থাকলে এখনই ইমেইল যুক্ত করে ফেলুন। Email যুক্ত করা থাকলে আপার অ্যাকাউন্ট কখনো নষ্ট হলেও আপনি ইমেইল দিয়ে পুনরায় পূর্বের চ্যাট লিস্ট ফিরিয়ে আনতে পারবেন।

সরাসরি Whatsapp একাউন্টে প্রবেশ করে Settings অপশনে চলে যান।
এরপর Account অপশনে গিয়ে Email অপশনে প্রবেশ করুন।
এবার আপনি এখানে একটি সচল Email একাউন্ট যুক্ত করে দিন।

এখন আপনার অ্যাকাউন্টে যদি হঠাৎ করে বন্ধ কিংবা নষ্ট হয়ে যাবে আপনি চাইলে ইমেইল দিয়ে পর্বের সব চ্যাট ফিরিয়ে আনতে পারবেন। অনেক সময় আমরা ফোন নাম্বার চেঞ্জ করার কারণে আমাদের পূর্বের চ্যাট লিস্ট গুলো হারিয়ে ফেলি। তবে সেক্ষেত্র আপনি ইমেইলের মাধ্যমে আপনি পূর্বের সবকিছু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন।

Whastapp একাউন্টের ৫ টি সেটিংস আপনি যদি জেনে রাখেন তাহলে whatsapp অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যাবেন। Whastapp একাউন্টের ৫ টি গোপন সেটিংস আপনার জন্য অনেক মূল্যবান হতে পারে তাই ভালোভাবে বুঝে জেনে রাখুন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *