মানুষের মুখের ভাষা বুঝতে চাইলে তার মুখের কথা বলার স্টাইল অভাবভঙ্গি আপনাকে দেখতে হবে মনোযোগ সহকারে। মানুষের মুখের অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তি দেখেই আপনি বুঝে নিতে পারবেন তার মুখের ভাষা। সে কি বলতে চাচ্ছে এবং কি করতে চাচ্ছে তার মুখের ভাষা দেখে আপনি বুঝতে পারবেন খুব সহজে। আজকের এই আর্টিকেলে মানুষের মুখের ভাষা বোঝার বৃষ্টি কার্যকরী সংকেত আপনাদেরকে জানিয়ে দেব।
মানুষের মুখের ভাষা ও মুখের অভিব্যক্তি বোঝার ২০ টি কার্যকরী সংকেত দেখে নিন
ঠোঁট চেপে ধরা
যদি কেউ আপনার সাথে কথা বলার সময়ে ঠোট চেপে ধরে তাহলে মনে রাখবেন সে কোন কিছু গোপন রাখার চেষ্টা করতেছে। কথা বলার সময় ঠোট চেপে ধরা মানে কোন কিছু গোপন রাখে।
ঠোঁটের কোণা উপরে
আপনার সাথে যদি কেউ কথা বলার সময় ঠোঁটের কোনা উপরে করে রাখে তাহলে বুঝতে হবে সে কোন কিছু নিয়ে খুশিতে আছে। সাধারণত মানুষের ঠোঁটের কোনা উপরে করার রাখা মানে খুশি বুঝায়।
ঠোঁটের কোণা নিচে
যদি কেউ কথা বলার সময় ঠোঁটের কোনা নিচে করে রাখে তাহলে মনে করবেন সে কোন কিছুর জন্য দুঃখ প্রকাশ করছে এবং সে দুঃখে আছে।
ভ্রু কুঁচকানো
যদি কেউ রাগ বা মনোযোগী হয় তাহলে সাধারণত কথা বলার সময় অথবা নীরব থাকার সময় তার ভ্রু কুঁচকানো অবস্থায় থাকবে।
ভ্রু তোলা
যদি কেউ অবাক বা বিস্ময় প্রকাশ করে তাহলে আমরা সাধারণত ভ্রু উপরে তোলে ফেলি। তাও কেউ যদি আপনার কথা শোনে ভ্রু উপরে তুলে ফেলে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে সে অবাক বা বিস্মিত হয়েছে।
অর্ধেক হাসি
যে কারো হাসি দেখেই আপনি বুঝে নিতে পারবেন তার মনের অবস্থা। সাধারণত কেউ যদি অর্ধেক হাসি দেয় তাহলে বুঝনা তা হবে সে দ্বিধাদ্বন্দে বা কৌশলী মনোভাবে আছে।
দাঁত বের করে হাসা
আমরা অনেক সময় মুচকি হাসি এবং উচ্চস্বরে হাসি কিংবা দাঁত বের করা হাসি। যদি কেউ আপনার সামনে দাঁত বের করে হাসে তাহলে মনে করবেন সে আন্তরিক খুশি।
মুখ শক্ত রাখা
কেউ যদি রাখবা অসন্তুষ্টি প্রকাশ করে তাহলে তার মুখ সবসময় শক্ত রাখে। তাই কেউ যদি মুখ শক্ত রাখার চেষ্টা করে তাহলে মনে করবেন সে রাগ বা অসন্তুষ্টি অবস্থায় আছে।
হালকা নিঃশ্বাস ছাড়ার সময় হাসি
মানুষ যদি বিপদমুক্ত হয় এবং স্বস্তি হয় তাহলে হালকা নিশ্বাস একটা হাসি দেয়। কেউ যদি হালকা নিশ্বাস ছাড়ার সময় হাসি দেয় তাহলে মনে করবেন সে স্বস্তিবোধ করছে।
এক চোখ টেপা
এক চোখ টেপা মানে মজা / ফ্লার্ট করা। কিন্তু আমরা অনেকে এক চোখ টেপা মানে একজনকে পছন্দ করা বুঝি।
ঠোঁট কামড়ানো
আপনি যদি কাউকে ঠোট কামড়ানো অবস্থায় দেখেন তাহলে মনে করবেন সে দ্বিধা / উত্তেজনা অবস্থায় আছে।
ঠোঁট চাটানো
আপনি যদি কাউকে টোট ছাড়ানো অবস্থায় দেখেন তাহলে মনে করবেন সে নার্ভাস বা কোনো কিছুর প্রতি আকর্ষণ প্রকাশ করতেছে।
নাক কুঁচকানো
কেউ যদি কারো প্রতি ঘৃণা প্রকাশ করতে চায় তাহলে সে সাধারণত নাক কুঁচকানো অবস্থায় রাখে। তাই কাউকে নাক কুঁচকানো অবস্থায় দেখলে মনে করবেন সে কারো প্রতি ঘৃণা প্রকাশ করতেছে।
চোয়াল শক্ত করে ধরা
কেউ যদি অতিরিক্ত রেগে যায় কিংবা রাত নিয়ন্ত্রণের বাহিরে যায় তাহলে সে তার চোয়াল শক্ত করে ধরে রাখার চেষ্টা করে। কেউ উচ্চ বালার শক্ত করে ধরার চেষ্টা করলে মনে করবে তার রাগ নিয়ন্ত্রণহীন।
মাথা কাত করা
দুজন ছেলেমেয়ে যদি একে অপরের উপরে মাথাখাত করে রাখে তাহলে মনে করবেন তাদের মধ্যে আগ্রহ বা সহানুভূতি কাজ করছে।তাই কেউ মাথা কাত করে রাখলে বুঝবেন তার মধ্যে আগ্রহ ও সহানুভূতি কাজ করছে।
মুখ ঢেকে হাসা
অনেক প্রকার হাসির মধ্যে আর একটি সুন্দর হাসি হচ্ছে মুখ ঢেকে আসা। কেউ মুখ দেখে হাসা মানে লাজুক আনন্দ প্রকাশ করা।
Read More :একটি আদর্শ ক্রিকেট মাঠ তৈরির নিয়ম গুলো কি কি
জিভ বের করা (সামান্য)
অনেকের একটা বাজে অভ্যাস আছে জিব বের করা। যদি কেউ সামান্য যে বের করে তাহলে ধরে নিবেন সে একজন খেলাধুলাপ্রিয় ব্যক্তি।
দীর্ঘশ্বাস ফেলা
ছোট শ্বাস এবং বড় শ্বাস অথবা দীর্ঘশ্বাস। যদি কেউ দীর্ঘ শ্বাস ফেলে তাহলে মনে করবে সে বিরক্তি / দুঃখ প্রকাশ করছে।
ছোট্ট হেসে থেমে যাওয়া
কেউ হাসি শুরু করলে আর থামাতে চায় না। আবার কেউ ছোট্ট করে হেসে আবার থেমে যায়। যদি কেউ ছোট্ট করে হেসে দিয়ে আবার থেমে যায় তার মানে এটা ভদ্রতা / আনুষ্ঠানিকতা।
মুখে স্থির অভিব্যক্তি
যদি কারো মুখে স্থির অভিব্যক্তি দেখতে পান তাহলে তার মাঝে লুকানো অনুভূতি রয়েছে।
উপরের এই বিষয়গুলোর মাধ্যমে আপনি খুব সহজে একজন মানুষের মুখের ভাষা খুব সহজে বুঝে নিতে পারবেন। তাই মানুষের মুখের ভাষা বুঝতে চাইলে আপনাকে উপরের বিষয়গুলো খুব মনেযোগ সহকারে লক্ষ্য করতে হবে।