টিকটক ভিডিও ভাইরাল করতে চাইলে আপনাকে কিছু রুলস মেনে চলতে হবে। আমাদের সবার প্রায় কম বেশি টিকটক একাউন্ট রয়েছে। কিন্তু সঠিকভাবে টিকটক ভিডিও আপলোড করতে না পারলে টিকটক ভিডিও ভাইরাল করা যায় না। টিকটক ভিডিও ভাইরাল করার গোপন অস্ত্র হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা। কিভাবে আপনি টিক টক ভিডিও ভাইরাল করবেন তার সব ধরনের টিপস আজকের এই ব্লগে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিলাম।
প্রথম ৩ সেকেন্ডকে আকর্ষণীয় করুন
টিকটকে দর্শক রিটেনশনই টিকটক ভিডিও ভাইরাল হওয়ার মূল শক্তি। ভিডিওর শুরুটা এমনভাবে রাখুন যাতে কোনো দর্শক দেখামাত্রই দর্শক স্ক্রল না করে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে। যদি আপনার টিকটক ভিডিওটি ১ম ৩ সেকেন্ড এর আগেই দর্শক স্ক্রল করে চলে যায় তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকবে।
সোশ্যাল মিডিয়া নিয়ে ভাইরাল কন্টেন্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন
ট্রেন্ড ধরুন (Sounds + Hashtags)
আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যে tiktok এ কোন ভিডিওটি অথবা কোন ভিডিওর গানটি ট্রেন্ড রয়েছে। TikTok এ যে গান, ট্রেন্ড বা ইফেক্ট চলছে সেটা আপনার ভিডিওতে ব্যবহার করুন। কিন্তু হুবহু ঠিক কপি না করে আপনি নিজের স্টাইল কিছু যোগ করুন। এতে আপনার ভিডিওতে শেয়ার ও রিটেনশন বাড়বে।
ক্যাপশন ছোট ও আগ্রহ বাড়ানোর মতো রাখুন
TikTok ভিডিওতে ছোট ক্যাপশন ব্যবহার করলে টিকটক ভালোভাবে বুঝে নেয়। তাই টিক টক ভিডিও আপলোড করার সময় আপনার ক্যাপশন বা টাইটেল টি ছোট রাখার চেষ্টা করুন। এতে টিকটক অ্যালগরিদম সহজে বুঝতে পারবে আপনি কি বলতে চেয়েছেন এবং এই ভিডিওটি কোন ক্যাটাগরির।
ভিডিওর গুণগতমান (Quality + Lighting)
আপনার ভিডিওটি গুণগতমান দেখতে কি ভাল হতে হবে। আপনার ভিডিওতে পরিষ্কার ক্যামেরা ব্যবহার করার চেষ্টা করুন। ভিডিও তৈরীর সময় আপনার ভিডিওর লাইটিং এর দিকে ফোকাস করুন। আপনার ভিডিওটা অডিও স্পষ্ট রাখার চেষ্টা করুন। TikTok সাধারণত স্পষ্ট ও ব্রাইট ভিডিওগুলোকে বেশি বেশি রিচ দেয়।
নিয়মিত পোস্ট করুন (Consistency = Growth)
প্রতি দিন কমপক্ষে ১–২টা ভিডিও দিলে অ্যালগরিদম আপনার টিকটক অ্যাকাউন্টকে পছন্দ করবে।তাই প্রতিদিন নূন্যতম একটি ভিডিও আপলোড করার চেষ্টা করুন আপনার টিকটক একাউন্টে। নিয়মিত ভিডিও আপলোড করলে টিকটক অ্যালগরিদম আপনার একাউন্টে নিয়মিত ও রিয়েল একাউন্ট হিসেবে ধরে রীচ বাড়িয়ে দেয়।
নিস (Niche) ঠিক করুন
যারা ভিডিওতে একইধরনের কনটেন্ট নিয়মিত দেয়, তাদের একাউন্টে ফলোয়ার দ্রুত বাড়ে।তাই আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন তা শুরুতে নির্ধারণ করুন। বিভিন্ন ক্যাটাগরের ভিডিও আপনি আপলোড করতে পারেন। যেমন, ফান/মজার ভিডিও,টিপস & নলেজ,লাইফহ্যাক,মোটিভেশন, রিয়্যাকশন,রিভিউ।
Read More : পুরাতন ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো খেয়াল করবেন
দর্শকের সাথে Engagement বাড়ান
আপনার ভিডিও এর কমেন্টের রিপ্লাই দিন। এবিং সেইসাথে তাদের প্রশ্ন করুন। যাতে আপনার ভিডিওতে নিয়মিত কমেন্ট আসে।আপনার ভিডিওর শেষে Call to Action দিতে পারেন। সেখানে লিখে দিতে পারেন আপনার মতামত কমেন্টে লিখুন। অথবা বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করতে পারেন।
ভিডিও ছোট রাখুন
tiktok একাউন্টে সাধারণত ছোট ছোট ভিডিও গুলো বেশি ভাইরাল হওয়।সাধারণত সবচেয়ে ভাইরাল ভিডিওগুলোর সময়সীমা হয় সাধারণত ৫ থেকে ১২ সেকেন্ড। ছোট ছোট ভিডিওতে ফুল ওয়াচ টাইম পাওয়া একদম সহজ।তাই ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
উপযুক্ত সময় পোস্ট করুন
একটু ভিডিও করতে চাইলে আপনাকে উপযুক্ত সময়ে পোস্ট করার চেষ্টা করতে হবে। বাংলাদেশে সাধারণত ভাইরাল হওয়ার সেরা সময়গুলো হচ্ছে : রাত ৮টা থেকে ১১টা
। দুপুর ১২টা থেকে ৩টা
। সকাল ৯টা থেকে ১১টা। এই সময়গুলোতে আপনি টিকটকে বেরিয়ে আপলোড করলে বেশি রেস পাওয়ার সম্ভাবনা থাকে।
আপনি চাইলে উপরের নিয়ম অনুযায়ী টিকটকে ভিডিও আপলোড করে খুব সহজে আপনার টিকটক একাউন্টের রিস বাড়াতে পারেন। আপনি যদি টিকটক থেকে ইনকাম করার জন্য নিয়ত করে থাকেন তাহলে আপনাকে উপরের নিয়ম গুলো মেনে অবশ্যই টিকটকে কাজ করতে হবে।





