আমাদের হাতে থাকা মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে গেলে আমরা আর সেই মোবাইল চালাতে পারে না। বর্তমানে বাংলাদেশের প্রতিটি বিকশিত ব্যক্তির হাতে এন্ড্রয়েড মোবাইল রয়েছে। কিন্তু আমরা আসলে জানি না মোবাইলের ব্যাটারি কিভাবে ঠিক রাখতে হবে।মোবাইলের ব্যাটারি ভালো ও দীর্ঘস্থায়ী রাখার সেরা ১০টি উপায় দেওয়া হলো।
মোবাইলের ব্যাটারি ভালো রাখার সেরা ১০টি উপায়
চার্জ ২০%-৮০% এর মধ্যে রাখুন
আমরা বেশিরভাগই মোবাইল ব্যবহার করার সময় মোবাইলের ব্যাটারির চার্জ শূন্যতে আসার পরেই আমরা চার্জে লাগিয়ে দেই। যা আমাদের মোবাইলকে দিনে দিনে নষ্ট করে ফেলে। আপনার মোবাইলের ব্যাটারিকে সম্পূর্ণ শূন্য% পর্যন্ত খালি করা বা ১০০% পর্যন্ত চার্জ দেওয়া এড়ানো উচিত।
অরিজিনাল চার্জার ব্যবহার করুন
আমাদের একটা বাজে অভ্যাস আছে যে আমরা যেখানে যে চার্জার পায় সে চার্জার দিয়েই মোবাইলে চার্জ দিয়ে থাকে। যা আমাদের মোবাইলের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনাত ফোনের ব্র্যান্ড অনুযায়ী মূল অথবা ভালো মানের চার্জার ব্যবহার করুন।তাতে আপনার মোবাইলের ব্যাটারি ভালো থাকবে।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন
চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার না করা
এই ভুলটা আমরা প্রায় সবাই করে থাকি। মোবাইল চার্জে লাগিয়ে দিয়ে এরপর আমরা ইচ্ছামত গান শুনি ভিডিও দেখেই ব্রাউজিং করি। যা আমাদের মোবাইলের ব্যাটারির উপরে চাপ পড়ে। চার্জিংয়ের সময় ফোন ব্যবহার করলে আমাদের মোবাইলের ব্যাটারির ওপর চাপ পড়ে এবং আমাদের মোবাইলের ব্যাটারী গরম হয়ে যায়।তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করে মোবাইলকে চার্জে লাগিয়ে দেন।
ফোন সবসময় ঠান্ডা রাখুন
অতিরিক্ত গরম হওয়া থেকে আপনার ফোনকে রক্ষা করুন।রোদে বা গরম জায়গায় আপনার ফোন রাখা এড়িয়ে চলুন। অনেক সময় বেশি করে মোবাইল ব্যবহার করার ফলে গরম হয়ে যায় আবার মোবাইলে ভিডিও কিংবা আর রোদের মধ্যে ছবি তোলার ক্ষেত্রেও দেখা যায় মোবাইল গরম হয়ে যাচ্ছে। আপনি মাথায় রাখুন কখন আপনার ফোনটি গরম হচ্ছে তখন আপনার মোবাইল থেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন।
ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ রাখুন
আমরা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক অ্যাপস মোবাইলে ব্যবহার করে থাকি। তাই যদি কোন অপ্রয়োজনীয় মোবাইল অ্যাপস আপনার মোবাইলে ইন্সটল করা থাকে তাহলে তা ডিলিট করে রাখুন। অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলেত ব্যাকগ্রাউন্ডে চালু থাকলে মোবাইলের ব্যাটারি দ্রুত শেষ হয়।
স্ক্রিনের উজ্জ্বলতা (Brightness) কমিয়ে ব্যবহার করুন
আপনার মোবাইলেত অটো ব্রাইটনেস অন রাখুন বা আপনার প্রয়োজন মতো ম্যানুয়ালি ব্রাইটনেস কমিয়ে নিন। আমাদের মধ্যে অনেকেই আছে ব্রাইটনেস সম্পূর্ণ ব্যবহার করেন। আপনার মোবাইলের ব্রাইটনেস যত বাড়িয়ে দিবেন আপনার মোবাইলের চার্জ তত দ্রুত শেষ হয়ে যাবে।
Read more : অনলাইনে ভিডিও বিক্রি করে ইনকাম করার সেরা ১০ টি ওয়েবসাইট
লোকেশন, Bluetooth, Wi-Fi, Mobile Data বন্ধ রাখুন
আপনার মোবাইলের এই সেটিংস গুলো প্রয়োজন না থাকলে প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন।থাকলে আপনার মোবাইলে কার্যক্রম চালু থাকবে এবং আপনার মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাবে।
তাই এগুলো সব সময় চালু থাকলে ব্যাটারি দ্রুত ফুরায়।
ব্যাটারি অপটিমাইজেশন ফিচার ব্যবহার করুন
আমাদের প্রতিটা মোবাইলের ব্যাটারিতে অপটিমাইজেশন ফিচার যুক্ত আছে। তেমনি আপনার হাতে থাকা মোবাইলেও এই ব্যাটারি অপটিমাইজেশন এর ফিচারটি যুক্ত আছে তা এখনই আপনি চালু করে নিতে পারেন। আপনার মোবাইলের সেটিংসে থাকা এই অপশন ‘Battery Saver’ অথবা ‘Power Saving Mode’ হিসেবে ব্যবহার করুন।
অপ্রয়োজনীয় নোটিফিকেশন ও ভাইব্রেশন বন্ধ করুন
আমাদের মোবাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপস থাকে। যেখানে অনবরত আমাদের নোটিফিকেশন চালু থাকার কারণে নোটিফিকেশন আসতে থাকে। নোটিফিকেশন অথবা ভাইব্রেশন বন্ধ করে রাখুন। আপনার মোবাইলে অহেতুক ভাইব্রেশন ও নোটিফিকেশন চালু থাকার কারণে ব্যাটারির চার্জ খরচ বাড়ায়।
নিয়মিত সফটওয়্যার আপডেট করুন
আমাদের মোবাইলে যে অ্যাপস গুলো আমরা ব্যবহার করে থাকি কিছুদিন পর পর সেখানে আপডেট আসতে দেখা যায়। ভাই আপনার মোবাইলে ব্যবহার কৃত অ্যাপসগুলো আপডেট চলে আসলে সাথে সাথে আপডেট দিয়ে রাখুন। আপনার ফোনের অপারেটিং সিস্টেম আপডেট করা থাকলে আপনাত ফোনের ব্যাটারি অপটিমাইজেশন ভালো হয়।
আমাদের এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে মোবাইলের ব্যাটারি ভালো রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে গেলে আমরা সেই মোবাইল আর ব্যবহার করে স্বাচ্ছন্দাবোধ করি না। তাই উপরে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো মেনে চললে আপনার মোবাইলের ব্যাটারি আপনি সঠিক রাখতে পারবেন এবং নিরাপদ রাখতে পারবেন।