• Home
  • Lifestyle
  • মানুষের শরীরের ভাষা বোঝার ২৫ টি কার্যকরী সংকেত জেনে নিন
মানুষের শরীরের ভাষা

মানুষের শরীরের ভাষা বোঝার ২৫ টি কার্যকরী সংকেত জেনে নিন

Spread the love

আপনি যদি কোন মানুষের শরীরের ভাষা বুঝতে চান তাহলে আপনাকে কিছু সংবাদ মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। আজকের এই আর কি খেলে আপনি মানুষের শরীরের ভাষা কিভাবে বুঝবেন তা নিয়ে বিস্তারিত কিছু সংকেত আলোচনা করা হলো। মানুষের শরীরের বাসা বুঝতে চাইলে নিজেরে সংকেত গুলো আপনাকে মন প্রাণে বুঝতে হবে এবং কথা বলার সময় তারা মানুষের শরীরের দিকে তাকিয়ে লক্ষ্য করতে হবে।

মানুষের শরীরের ভাষা বোঝার জন্য ২৫টি কার্যকরী সংকেত জেনে নিন

চোখে চোখ রাখা
কেউ যদি আপনার চোখে চোখ রেখে কথা বলে তাহলে ধরে নিতে হবে সে আন্তরিকতার সাথে অনাথ্রত বিশ্বাসের সাথে কথা বলতেছে।

চোখ সরিয়ে নেওয়া
কেউ যদি কথা বলার সময় আপনার চোখ থেকে তার চোখ সরিয়ে নেয় তাহলে ধরে নিবেন সে অস্বস্তি বোধ করতেছে এবং মিথ্যা বলার চেষ্টা করতেছে।

অতিরিক্ত চোখের পাতা ফেলা
কেউ যদি কথা বলার সময় অতিরিক্ত চোখের পাতা ফেলে তার মানে সে নার্ভাস।

চোখ বড় করে খোলা
অনেক ব্যক্তি বিস্মিত হলে বা ভয় পেলে চোখ ভরে করে খুলে। যখন কেউ তার চোখ বড় করে করবে ধরে নিবেন সে বিস্মিত এবং ভয় পেয়েছে।

চিবুক উঁচু রাখা
আমরা সবাই জানি কেউ যদি অহংকারী ও অতিরিক্ত আত্মবিশ্বাসী তাহলে চিবুক উঁচু করে কথা বলে অথবা চলাফেরার সময় তার চেয়ে বুক সবসময় উঁচু রাখে।

মাথা নিচু
কেউ লজ্জিত অথবা নিজেকে অপরাধবোধ মনে করলে মাথা নিচু করে ফেলে। আর কেউ মাথা নিচু করে ফেললে বুঝে নিতে হবে লজ্জা / অপরাধবোধ প্রকাশ করতেছে।

কাঁধ ঝুলে পড়া
আমরা যখন হতাশ হই তখন শারীরিক ভাষা নরম করে ফেলে। অথবা শরীরের উপর থেকে কাধ ঝুলিয়ে রাখা অবস্থায় রাখি। যদি কেউ দেখেন তার কাজ ঝুলিয়ে রেখেছে তাহলে মনে করবেন সে হতাশা প্রকাশ করতেছে।

হাত ক্রস করে রাখা
দুই হাত সোজা নিচের দিকে যদি ক্রস করে রাখে তার মানে সে প্রতিরোধ বা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে।

হাত ঘষা
কেউ তার দুই হাত ঘষাঘষি করলে সে চিন্তাভাবনা  করছে বা নার্ভাস অনুভব করছে।

হাত পকেটে
কেউ হাত পকেটে রেখেছে তার মানে অনিশ্চয়তায় ভুগতেছে।

পা একদিক দিকে ঘোরানো
কোন ব্যক্তি যদি সোজা হয়ে বসে এবং কথার মাঝখানে বা কিছুক্ষণ পর যদি তার এক পা গুরিয়ে ফেলে তাহলে তার পালানোর মনোভাব বা চলে যাওয়ার মনোভাব রয়েছে।

পা নাচানো
অনেকে বসে দেখে দুই পা নাচায় অথবা একপা নাচাতে থাকে। তার মানে তার মাঝে উত্তেজনা বা অস্থিরতা কাজ করছে।

শরীর সামনে ঝুঁকানো
ধরুন আপনি কারো সামনে বসে কথা বলতে চান এবং সে যদি তার শরীর সামনে দোকান অবস্থায় রাখে তার মানে আপনার প্রতি তার আগ্রহ রয়েছে।

শরীর পিছনে হেলানো
ধরুন আপনি কারো সাথে কথা বলতে চান অথবা কাউকে শরীর পিছনে হেলানো অবস্থায় দেখতে পাচ্ছেন তারমানে সে বিরক্ত এবং কাজে বা আলাপে অনাগ্রহ দেখাচ্ছে।

কারও দিকে হালকা ঝুঁকে শোনা
যখন আপনি কারো সাথে কথা বলেন এবং অন্য কেউ কথা বলার সময় যদি কোন ব্যক্তি তার দিকে হালকা ঝুঁকে কথা শোনার চেষ্টা করে তাহলে মনে করবেন সে মনোযোগ সহকারে তার কথা শুনছে।

চেয়ার পেছনে ঠেলে বসা
ধরুন আপনি কারো সাথে কথা বলতে বলতে হঠাৎ করে কোন ব্যক্তি তার চেয়ে আর পিছনের টেলে বসছে। তার মানে সে কথা শেষ করার মনোভাব দেখাচ্ছে।

আঙুল টোকা
আঙ্গুল টোকা মানে অধৈর্য প্রকাশ পাওয়া।

Read More : বাংলাদেশের অজানা ১০টি রহস্যময় স্থান – সাহস থাকলে ঘুরে আসুন

পায়ের গোড়ালি তুলে রাখা
কেউ পায়ের গোড়ালি উপরে তুলে রাখলে তা দ্বারা প্রস্তুতি বা উত্তেজনা প্রকাশ করে।

নাক স্পর্শ করা
আপনি কাউকে না স্পর্শ করতে দেখলে তাহলে মনে করবেন সে মিথ্যা বলতেছে বা তার মনে সন্দেহ তৈরী হয়েছে।

কান স্পর্শ করা
কাউকে কান স্পর্শ করতে দেখলে তার মানে সে দ্বিধায় আছে।

ঘাড় ম্যাসাজ করা
সাধারণত আমাদের টেনশনের কারণে আমাদের ঘরে ব্যাটা লাগে অথবা আমাদের ঘাড় কামড়ায়। কেউ কার মেসেজ করলে মনে করবেন সে টেনশন অনুভব করতেছে।

শার্টের কলার টানা
কারো শার্টের কলার টানা থাকলে ধরে নিবেন সে নার্ভাস বা সে গরম লাগা অনুভূতি প্রকাশ করছে।

আঙুল কামড়ানো
সাধারণত আমাদের অনেকেরই আঙ্গুল কামড়ানোর অভ্যাস রয়েছে। যখন কাউকে আঙ্গুল কামড়াতে দেখবেন তার মানে সে চিন্তাভাবনা করছে এবং  দুশ্চিন্তায় আছে।

চুল ঘোরানো
চলাফেরা করার সময় অনেক ছেলে বা মেয়ে তাদের চুল কুড়ায়। তারমানে সে খুশিতে আছো অথবা কি আমাকে ফ্লার্ট করার চেষ্টা করতেছে।

শ্বাসের গতি বেড়ে যাওয়া
কেউ বই পেলে তার নিঃশ্বাসের গতি বেড়ে যায়
তাই কাউকে নিঃশ্বাসের গতি ভারতে দেখলে মনে করবেন সে ভয় পেয়েছে অথবা উত্তেজনা অবস্থায় রয়েছে।

মানুষের শারীরিক ভাষা বুঝতে চাইলে অবশ্যই তার শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গি আপনাকে লক্ষ্য করতে হবে।উপরে যে ২৫ টি সংকেত আপনাকে বলা হয়েছে, সে সংখ্যাগুলো আপনি মনে গুজব সহকারে লক্ষ্য করলে আপনি যেকোনো ব্যক্তির শারীরিক ভাষা বুঝতে পারবেন। 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *