• Home
  • Lifestyle
  • মানুষের মনের ভাষা বুঝার ৫ টি কার্যকরী উপায় জেনে নিন
মানুষের মনের ভাষা

মানুষের মনের ভাষা বুঝার ৫ টি কার্যকরী উপায় জেনে নিন

Spread the love

মানুষের মনের ভাষা বোঝা একধরনের অদৃশ্য আর্ট + বিজ্ঞান। সবাই মানুষের মনের ভাষা বুঝতে পারেনা। মানুষের মনের ভাষা বুঝতে চাইলে আপনার দরকার হবে মানুষের সাথে মিশা। আজকের এই আর্টিকেলে আপনাকে কয়েকটি কার্যকরী পদক্ষেপ ও উপায় বলা হচ্ছে যেগুলো আপনি মেনে চললে সহজে মানুষের মনের ভাষা বুঝতে পারবেন।

শরীরের ভাষা (Body Language) বুঝা
মানুষের শরীরের ভাষা বোঝার অন্যতম উপায় হচ্ছে তার চোখের দৃষ্টি। তার চোখে চোখ রাখা মানে এটা এক ধরনের আত্মবিশ্বাস বা আন্তরিকতা। চোখ এড়িয়ে যাওয়া মানে এটা এক ধরনের অস্বস্তি বা গোপন কিছু।
আপনি যদি তার মনের ভাষা বুঝতে চান তাহলে তার মুখের অভিব্যক্তি দেখুন। যদি ঠোঁটের কোণা সামান্য বাঁকানো থাকে তার মানে সে খুশি। আবার যদি তার ঠোঁটের কোণা টানটান থাকে তার মানে টেনশন।
তার হাত-পায়ের নড়াচড়া দেখুন। যদি সে নার্ভাস হয় তাহলে তার পা নাচানো বা তার হাত ঘষাঘষি বেশি হয়।

কথার ভঙ্গি ও স্বর (Tone of Voice)
যদি আপনি কারো মনের ভাষা বুঝতে চান তাহলে সবার আগে তার কথার ভঙ্গি ও সর্বসার চেষ্টা করুন। যদি তার কথার স্বর হঠাৎ করে নিচু হয়ে যায় তার মানে তার মধ্যে দ্বিধা বা ভয় এর জন্ম হয়েছে।
আর যদি সে দ্রুত কথা বলে তার মানে তার মাঝে উত্তেজনা বা নার্ভাসনেস কাজ করছে।
যদি কেউ ধীরে ধীরে কথা বলে তার মানে সে আত্মবিশ্বাস বা চিন্তাভাবনা করে কথা বলতেছে।

শব্দের নির্বাচন (Choice of Words)
সাধারণত আপনি যদি কারো সাথে সম্পর্কের ধরন বুঝতে চান তাহলে তার ব্যবহারে বুঝবেন।সাধারণত “আমরা” বা “তুমি” বলার মাধ্যমে আপনি খুব সহজে সম্পর্কের ধরণ বুঝতে পারবেন।
যদি কেউ অতিরিক্ত ‘না’ ব্যবহার করে তার মানে বুঝবেন সে প্রতিরোধ বা সন্দেহ তৈরী করেছে।
আর যদি কেউ ভবিষ্যৎ নিয়ে কথা বলে তার মানে বুঝে নিতে হবে যে  আশা বা পরিকল্পনা তৈরী করেছে। কেউ অতীত নিয়ে বেশি টানাটানি করলে তার মানে বুঝতে হবে যে আফসোস করছে বা তার স্মৃতি মনে পড়ছে।

মাইক্রো এক্সপ্রেশন (Micro-expression)
মানুষের মনের ভাষা বোঝার জন্য মাইক্রো এক্সপ্রেশনটা খুব গুরুত্বপূর্ণ। কথা বলার সময় মানুষের মুখে হঠাৎ আমরা কিছুক্ষণের জন্য অল্প খুব সময়ের জন্য বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির লক্ষ্য করি।মাত্র ০.৫ সেকেন্ড সময়ের জন্য কারো মুখে ভেসে ওঠা ক্ষণিকের অনুভূতি লক্ষ্য করা যায়।
যেমন: রাগ, ভয়, বিস্ময়, দুঃখ বা আনন্দ এসব অঙ্গভঙ্গি যা অনেক সময় মানুষ লুকাতে চাইলেও  তা সহজেই বেরিয়ে পড়ে।মানুষের এই লক্ষণ ও অঙ্গভঙ্গি গুলো দেখে আপনি খুব সহজে তার মনের ভাষা বুঝে নিতে পারবেন।

প্রসঙ্গ ও পরিস্থিতি বিশ্লেষণ
একজন মানুষকে যদি আপনি আলাদাভাবে বিশ্লেষণ করতে চান তাহলে সে মানুষটি কোন পরিস্থিতিতে আছে এবং কার সাথে বেশি ঘোরাফেরা কিংবা চলাফেরা করে তা দেখার চেষ্টা করেন। একজন মানুষ কোথায় আছে বা কার সাথে আছে এবং কোন পরিস্থিতিতে আছে তা যদি আপনি বুঝতে পারেন তাহলে খুব সহজেই তার আচরণের অনেকটাই স্পষ্ট হয়ে যায়। তাই তার চলাফেরা এবং মানুষের সাথে কিভাবে মিশতেছে তার লক্ষ্য করুন।

যেকারো মনের ভাষা সহজে বুঝতে চাইলে আগে তার কথা শোনা ও পর্যবেক্ষণ করার অভ্যাস গড়ে তুলতে হবে।
শুধুমাত্র কথা নয় তার শব্দের ফাঁকে ফাঁকে তার নীরবতাও অনেক কিছু বলে থাকে।তাই একজন মানুষকে বুঝতে চাইলে উপরে যে পাঁচটি লক করার কথা বলা হয়েছে তা ভালোভাবে বোঝার চেষ্টা করুন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Image Not Found

Recent Post

Cetegories

Join Our Newsletter

Daily Free Our Fashion News
Straight To Your Inbox

Image Not Found

Follow Us