• Home
  • Online Income
  • ফেসবুক থেকে ইনকাম এর মাধ্যমগুলো নিয়ে সম্পূর্ণ গাইডলাইন
ফেসবুক থেকে ইনকাম

ফেসবুক থেকে ইনকাম এর মাধ্যমগুলো নিয়ে সম্পূর্ণ গাইডলাইন

Spread the love

ফেসবুক থেকে ইনকাম করার অনেকগুলো কার্যকর মাধ্যম রয়েছে। বর্তমানে সময়ের সাথে সাথে ফেসবুক থেকে ইনকাম এর মাধ্যম হিসেবে আরও নতুন ফিচার ও মনেটাইজেশন এর নতুন পদ্ধতি যোগ করতেছে।আজকের এই আর্টিকেলের facebook থেকে ইনকাম করার সব ধরনের গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরা হবে।

Facebook In-Stream Ads (ভিডিও অ্যাডস)
এটি হচ্ছে ফেসবুক থেকে ইনকামের সবচেয়ে পরিচিত একটি মাধ্যম। আপনি যখন আপনার ভিডিওটি facebook এ আপলোড করবেন তখন আপনার ভিডিও কনটেন্টে ফেসবুক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওতে অ্যাড দেখায় এবং এড দেখানোর জন্য ফেসবুকের ইনকাম থেকে তার একটি অংশ আপনাকে শেয়ার করবে।

Facebook In-Stream Ads যোগ্যতা পেতে হলে
ফেসবুক এড থেকে ইনকাম করতে চাইলে আপনার একটা সচল পেইজ থাকতে হবে। আপনার ওই পেইজে সর্বশেষ ৬০ দিনে ৫টি Active ভিডিও থাকতে হবে এবং বিগত ৬০ দিনে কমপক্ষে ৬০০,০০০ মিনিট ভিডিও ওয়াচটাইম (আপনার সব ভিডিও, লাইভ, রিলস মিলিয়ে)এবং অন্তত ১০,০০০ ফলোয়ার থাকতে হবে।
ফেসবুকের এই ইনকাম আসবে মূলত In-Stream Ads থেকে অর্থাৎ (Pre-roll, Mid-roll, Post-roll ভিডিওতে)।

তথ্য ও প্রযুক্তি নিয়ে আপডেট পেতে টেলিগ্রামে জয়েন করুন

Facebook Reels Bonus Program / Ads on Reels
বর্তমানে ফেসবুকের জনপ্রিয় কন্টেন হচ্ছে রিলস ভিডিও।প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছে। এবং  ফেসবুক এখন Reels ভিডিওতেও Ads দিচ্ছে।
রিলস থেকে আয় করার ২টা উপায়
Overlay Ads: আপনার আপলোডকৃত রিলসের ওপর অ্যাড বসানো হয়।
Performance-Based Bonus: কিছু কিছু দেশে ফেসবুক creators-দের জন্য Reels views অনুযায়ী bonus দেওয়া হয়।তবে বাংলাদেশে এখনো এই ইনকামের উপর কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। তবে যতদিন যাচ্ছে এই সুযোগ তত বাড়ছে।

Affiliate Marketing (ফেসবুক পেজ বা গ্রুপ থেকে)
আপনি চাইলে আপনার ফেসবুক পেজ বা গ্রুপ থেকে খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুকে আপনি আপনার বিভিন্ন প্রোডাক্টের Affiliate লিংক শেয়ার করে খুব সহজে ইনকাম করতে পারেন। অর্থাৎ আপনি যখন আপনার ফেসবুক পোস্ট কিংবা গ্রুপে আপনার এফিলিয়েট মার্কেটিং এর লিংক শেয়ার করবেন তখন ওই লিংক থেকে কেউ যখন প্রোডাক্ট ক্রয় করবে ওই ক্রয়কৃত প্রোডাক্টের উপর আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। বর্তমানে ভালো ভালো কিছু সাইট রয়েছে Amazon এর মত বড় বড় সাইট থেকে আপনি এপ্রিলের লিংক বানিয়ে ইনকাম করতে পারবেন।

নিজের পণ্য বা সার্ভিস বিক্রি (Product or Service Sales)
আপনার যদি ভালো কিছু ফলোয়ার থাকে তাহলে আপনি নিজেই নিজের প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন। বর্তমানে ফেসবুক হচ্ছে আপনার পণ্য বা সার্ভিস বিক্রির জন্য অন্যান্য social platform এর চেয়ে সবচেয়ে বড় মার্কেটপ্লেস।আপনি চাইলে আপনার নিজের ব্যক্তিগত যে কোন প্রোডাক্ট আপনার ফেসবুক পেজ কিংবা গ্রুপের মাধ্যমে সহজে বিক্রি করতে পারবেন।
কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার ফেস কিংবা গ্রুপে খুব বেশি ফলোয়ার থাকতে হবে।\

Facebook Live থেকে ইনকাম (Stars & Sponsorship)
বর্তমানে সবচেয়ে বেশি ইনকাম হয় ফেসবুক লাইভ থেকে।
আপনি যদি ফেসবুকে লাইভ স্ট্রিম করেন, তাহলে আপনার ফলোয়াররা Facebook Stars পাঠাতে পারে। প্রতি ১০০ স্টার = $1।যার ফলে সহজেই আপনি ফেসবুক একটা থেকে টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক লাইভ স্ট্রিম থেকে ফেসবুক চাইলে আপনাকে অবশ্যই Facebook Level Up Program এর সদস্য হতে হবে। তবে কিছু দেশে সীমাবদ্ধ, তবে গ্লোবালভাবে এখন সব দেশে রোল আউট হচ্ছে।

Read More : ইউটিউব থেকে ইনকাম (Youtube Earning) করার বিভিন্ন মাধ্যম নিয়ে সম্পূর্ণ গাইড লাইন

ব্র্যান্ড স্পন্সরশিপ / Collaboration
এটি হচ্ছে ফেসবুক থেকে ইনকামের খুব সহজ একটা পদ্ধতি। আপনার পেজ/প্রোফাইলে যদি বড় ফলোয়ারবেস থাকে, তাহলে আপনি খুব সহজেই যেকোনো কোম্পানি থেকে প্রমোশন বা স্পনসরশিপ নিতে পারেন।

উদাহরণ:
আপনি যদি Makeup নিয়ে ভিডিও করেন তাহলে একটি ব্র্যান্ড চাইবে আপনি তাদের মেকাপ এর প্রোডাক্ট ইউজ করে ভিডিও বানান।
আপনি যদি Tech রিভিউ করে থাকেন তাহলে একটি মোবাইল কোম্পানি বা অন্যান্য টেক কোম্পানি চাইবে আপনি তাদের ট্যাগ প্রোডাক্ট গুলো রিভিউ করেন।

ডিজিটাল স্কিল / কোর্স বিক্রি
আপনার যদি যেকোন একটা বিষয় নিয়ে ভালো জ্ঞান থাকে তাহলে আপনি খুব সহজে সে বিষয়ের উপর ভিডিও বানিয়ে কোর্স বিক্রি করে ইনকাম করতে পারবেন। আপনি যদি কোনো স্কিল জানেন (যেমন: গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, ভিডিও ইডটিং বা অন্যান্য যেকোনো দক্ষতা), তাহলে আপনি ভিডিও বা PDF কোর্স বানিয়ে সহজে ফেসবুকে বিক্রি করতে পারবেন।

ব্লগ পোষ্ট থেকে ইনকাম
আপনার যদি একটি ব্লগ সাইট থাকে তাহলে আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে পোস্ট করে খুব সহজে ইনকাম করতে পারবেন। শুরুতে আপনাকে আপনার সেই ব্লগ সাইটে এডসেন্স এপ্রুভ নিয়ে নিতে হবে। এরপর আপনার ব্লগ সাইটের সেই পোস্টটি আপনার ফেসবুক পেজ কিংবা গ্রুপে শেয়ার করুন। তাহলে আপনার ফেসবুক পেজ কিংবা গ্রুপের ইউজার যখন ওই পোস্টে ক্লিক করে আপনার এই পোস্টটি ভিজিট করবেন তখন গুগল কর্তৃপক্ষ তার নির্দিষ্ট পরিমাণ কমিশন আপনার google এডসেন্সে পাঠিয়ে দিবে।

ফেসবুক থেকে ইনকাম করার জন্য দিন দিন নতুন নতুন পদ্ধতি বের করতেছে ফেসবুক কর্তৃপক্ষ। তাই এখনো সুযোগ আছে আপনাকে ফেসবুকে কাজ করার জন্য। আপনি যদি ফেসবুকে সফলভাবে কাজ করতে চান তাহলে উপরের এই সবগুলো মার্কেটপ্লেস নিয়ে আপনি কাজ করতে পারবেন। ফেসবুক থেকে ইনকাম করার জন্য আরো সফল কিছু টিপস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *