• Home
  • Online Income
  • ফেসবুক অ্যালগরিদম (Facebook Algorithm) কিভাবে কাজ করে? সম্পুর্ণ গাইডলাইন
ফেসবুক অ্যালগরিদম (Facebook Algorithm)

ফেসবুক অ্যালগরিদম (Facebook Algorithm) কিভাবে কাজ করে? সম্পুর্ণ গাইডলাইন

Spread the love

ফেসবুক অ্যালগরিদম (Facebook Algorithm) হলো প্রোগ্রাম যার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর মধ্যে কি কনটেন্ট দেখাবে তা নির্ধারণ করে । এই ফেসবুক অ্যালগরিদম (Facebook Algorithm) ফেসবুকের কনটেন্ট ফিল্টার করার জন্য অনেক সিগন্যাল ব্যবহার করে, যেন প্রতিটি ফেসবুক ব্যবহারকারী তার আগ্রহ বা চাহিদা অনুযায়ী সবচেয়ে প্রাসঙ্গিক ফেসবুক পোস্ট বা কন্টেন্ট দেখতে পায়।ফেসবুক অ্যালগরিদম (Facebook Algorithm) কিভাবে কাজ করে তা বিস্তারিত আজকের এই আর্টিকেলে তুলে ধরা হলো।

ফেসবুক অ্যালগরিদম (Facebook Algorithm) কীভাবে কাজ করে?
ফেসবুক অ্যালগরিদম (Facebook Algorithm) মূলত ৪ টি বিষয় বিবেচনা করে প্রতিটি পোস্টের রিচ নির্ধারণ করে থাকে।

Inventory (স্টক):
Inventory মানে হচ্ছে যে আপনার বন্ধু, পেজ, যেসব গ্রুপের সাথে আপনি যুক্ত রয়েছেন সেগুলো থেকে আপনি সব ধরনের কনটেন্ট দেখতে পাবেন। তারা তাদের বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মে পোস্ট বা ভিডিও ছাড়ার সাথে সাথে তা আপনার নিউজ পেটের শো করবে।

Signals (ইঙ্গিত)
Signals (ইঙ্গিত) এটি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বোঝানো হয় যে আপনি আসলে কোন ধরনের কনটেন্ট পছন্দ করেন। আপনি আপনার ফেসবুক নিউজ পেতে যেসব পোস্ট এবং কনটেন্ট এর উপর বেশি সময় দেয় করবেন ফেসবুক অ্যালগরিদম (Facebook Algorithm) সেসব পোস্ট এবং ভিডিও আপনার নিউজফিডে বেশি বেশি সো করাবে। আপনি কোন পোস্টে বেশি বেশি লাইক কিংবা কমেন্ট করতেছেন সেটা ফেসবুক অ্যালগরিদম (Facebook Algorithm) বুঝার চেষ্টা করবে।

প্রযুক্তি নিয়ে আপডেট পেতে টেলিগ্রামে জয়েন করুন

Score (স্কোর)
ফেসবুক অ্যালগরিদম (Facebook Algorithm) আপনার মতগতি সব যাচাই করবে এবং সবকিছুর উপর ভিত্তি করে আপনার দেখা, শেয়ার করা বা রিয়েকশন দেওয়ার উপর প্রতিটি কাজকে একটি স্কোর দেওয়া হয় এবং সেই স্কোর অনুযায়ী সাজিয়ে আপনাকে
ফেসবুক অ্যালগরিদম (Facebook Algorithm) পোষ্ট বা কন্টেন্ট আপনার টাইমলাইনে শো করাবে।

ফেসবুক অ্যালগরিদম (Facebook Algorithm) জন্য কার্যকরী কৌশল
আপনি যদি এই ফেসবুক এলগরিদমকে ব্যবহার করে সামনে এগিয়ে চলেছেন তাহলে আপনাকে কিছু কৌশল ব্যবহার করতে হবে। নিচে এই কৌশলগুলো সম্পর্কে একটু বিস্তারিত আপনার সামনে তুলে ধরা হলো।

Engagement বাড়ান
আপনি যে পোস্ট বা ভিডিও করবেন সেখানে প্রশ্ন করুন যাতে আপনার ইউজাররা কমেন্ট করতে বাধ্য হয়। কেউ আপনার পোস্ট বা কন্টেন্টে কমেন্ট করলে তা দ্রুত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। আপনি চাইলে আপনার ফেসবুক গ্রুপ কিংবা পেইজে Polls বা স্টোরি এ ধরনের কিছু কুইজ ব্যবহার করতে পারেন।

ভিডিও কনটেন্ট
আপনি যখন ফেসবুকে বিভিন্ন কন্টেন আপলো করবেন তখন ভিডিও কন্টেন্ট (বিশেষ করে Watch Time বেশি পাবে এমন ভিডিও) যা অ্যালগরিদম বেশি পছন্দ করে এরকম সাবটাইটেল দিন।আপনি যখন ফেসবুকে কন্টেন অ্যাপ্লাই করবেন তখন মাথায় রাখতে হবে যে ভিডিওটি যেন মিনিমাম তিন মিনিটের হয়।  কারণ ৩ মিনিটের বেশি দীর্ঘ ভিডিও ফেসবুকে ভালো পারফর্ম করে।

Consistent পোস্টিং
আপনি যখন ফেসবুকে নিয়মিত পোস্ট করবেন তখন অ্যালগরিদম আপনার সে পেজকে সক্রিয় হিসেবে ধরে নেয়। তাই সময়মতো পোস্ট করুন (যখন আপনার দর্শক সবচেয়ে বেশি অ্যাকটিভ থাকে)। যাক আপনি ফেসবুকে পোস্ট বা ভিডিও আপলোড করার সাথে সাথে দ্রুত বেশি এ্যাংগেজমেন্ট পাওয়া যায়।

Read More : ইউটিউব অ্যালগরিদম (Youtube Algorithm) কিভাবে কাজ করে সম্পূর্ণ গাইডলাইন

Story ও Reels ব্যবহার করুন
বর্তমানে Story ও Reels ফেসবুকে খুব বেশি হচ্ছে।  এবং ফেসবুক নিজেও Reels ও Story-কে বেশি বেশি প্রাধান্য দিচ্ছে। কেননা ছোট ছোট ভিডিও এবং স্টোরি কেননা ছোট ছোট ভিডিও এবং স্টোরি খুব বেশি রিচ হচ্ছে বর্তমানে। তাই যথাসম্ভব আপনি আপনার ফেসবুকে স্টোরি এবং ছোট ছোট রিলস আপলোড করার চেষ্টা করুন।

Avoid Clickbait & Engagement Bait
আপনার ফেসবুক পোস্টে অথবা ভিডিওতে ফেইক এনগেজমেন্ট নিয়ে আসার চেষ্টা না করাই উত্তম। যেমন আমরা বিভিন্ন পোষ্ট বা ভিডিও তে দেখি যে “এই পোস্টটি শেয়ার না করলে আপনার কিছু একটা হয়ে যাবে বা এ ধরনের কিছু কমেন্ট ভিডিওতে রাখলে। এসব বানোয়াট পোস্ট বা ভিভিও ফেসবুক অ্যালগরিদম চিহ্নিত করে ও তাদের রিচ কমিয়ে দেয়।

অ্যালগরিদম যেসব জিনিস অপছন্দ করে
Clickbait Headline
যেমন অনেকে ফেসবুকে ফেক এনগেজমেন্ট নিয়ে আসে।
ভুয়া প্রতিশ্রুতি
ফেসবুকে কোন ভুয়া প্রতিশ্রুদের লাভ ভুয়া নিউজ দিলে।
Fake News বা Misleading Info
আপনার পোস্টের টাইটেলে বুয়া বা মিথ্যা কোন কিছু উল্লেখ করলে।
কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ
ফেসবুকের কিছু কমিউনিটি গাইডল্যান্ড রয়েছে সেগুলো বন্ধ করলে।
অগণিত রিয়েকশন চাওয়া
আপনি আপনার ফেসবুক পোস্টে রিয়েকশন পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আপনার ফেসবুক পোস্ট শেয়ার করলে।
একই কনটেন্ট বারবার শেয়ার
আপনি আপনার কনটেন্ট ফেসবুকে বারবার শেয়ার করার মাধ্যমে আপনার রিচ কমে যায়।

২০২5 সালের দিকে ফেসবুক অ্যালগরিদমের নতুন ট্রেন্ড (আপডেট অনুযায়ী)
বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ। আই দিয়ে আপনি সবকিছুই করতে পারবেন। এখন আপনার সবকিছু পরিচালনা করে।
AI-curated Feed: AI আপনার আগ্রহ দেখে তারপর আপনার নিজ ফিটে কি শেয়ার করবে তার নির্ধারণ করে। 
More Video Focused: টিকটকের প্রভাবে বর্তমানে ফেসবুকেও টিকটকের মত অনেক ভিডিও আপলোড করা হয়। এখন একটাকর মত ফেসবুক ভিডিও heavy হয়ে গেছে।
Less Link Reach: আপনি যখন ইউটিউবে অন্যান্য সোশ্যাল প্লাটফর্মের লিংক শেয়ার করবেন অর্থাৎ বাইরের লিংক (যেমন YouTube লিংক) শেয়ার করলে আপনার ফেসবুকের রিচ কম হয়।

আপনি যদি facebook এর ঘরে দাম সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে আমাদের তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *