পুরাতন মোবাইল ফোন কেনার আগে আপনাকে অবশ্যই কিছু বিষয় সম্পর্কে ধারনা নিতে হবে। পুরাতন মোবাইল ফোন নেওয়ার আগে এই বিষয় সম্পর্কে ধারণা না থাকলে আপনাকে মোবাইল নেওয়ার সময় ঠকতে হবে। যদিও বা আমরা মোবাইলের ভিতরে চেক করা সম্ভব না কিন্তু উপরের বাদ্যের কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকলে আপনি সহজেই পুরাতন মোবাইল ফোন ভালো দেখে নিয়ে নিতে পারবেন।
পুরাতন মোবাইল ফোন কেনার আগে যে বিষয়গুলোর উপর লক রাখতে হবে তার নিচে দেওয়া হল
ফিজিক্যাল কন্ডিশন পরীক্ষা করুন
মোবাইলের বডি, ডিসপ্লে, ক্যামেরা, বাটন, চার্জিং পোর্টে কোনো দাগ, ফাটল বা ক্ষতি আছে কিনা দেখুন।
স্ক্রিনে ডেড পিক্সেল বা টাচ সমস্যা আছে কিনা চেক করুন।
টিপস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েণ করুন
IMEI নম্বর যাচাই করুন
মোবাইলের *#06# ডায়াল করে IMEI চেক করুন।
বক্স বা সেটিংসে থাকা IMEI মিলিয়ে দেখুন।
অনলাইনে IMEI দিয়ে মোবাইল চুরি করা বা ব্ল্যাকলিস্টেড কিনা যাচাই করতে পারেন।
ব্যাটারির স্বাস্থ্য (Battery Health)
ব্যাটারি কত দ্রুত চার্জ শেষ হয় খেয়াল করুন।
iPhone হলে Settings → Battery → Battery Health এ গিয়ে শতাংশ (%) চেক করুন।
Android এ তৃতীয় পক্ষের অ্যাপ দিয়ে ব্যাটারি হেলথ জানা যায়।
পারফরম্যান্স ও সফটওয়্যার
মোবাইলটি ল্যাগ করছে কিনা টেস্ট করুন।
RAM, Storage, Processor আসল স্পেসিফিকেশন অনুযায়ী আছে কিনা নিশ্চিত হন।
অপারেটিং সিস্টেম আপডেট সাপোর্ট করে কিনা দেখে নিন।
ক্যামেরা ও সাউন্ড
ক্যামেরা খুলে ছবি ও ভিডিও তুলে টেস্ট করুন।
স্পিকার ও মাইক্রোফোন ঠিকমতো কাজ করছে কিনা দেখুন।
ইয়ারফোন জ্যাক / ব্লুটুথ কানেক্টিভিটি ঠিক আছে কিনা চেক করুন।
নেটওয়ার্ক ও সেন্সর চেক করুন
সিম ঢুকিয়ে কল, ইন্টারনেট, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ঠিকমতো কাজ করছে কিনা যাচাই করুন।
ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ইত্যাদি সেন্সর ঠিকমতো কাজ করছে কিনা টেস্ট করুন।
অরিজিনাল চার্জার ও এক্সেসরিজ
অরিজিনাল চার্জার আছে কিনা চেক করুন।
অন্য চার্জার ব্যবহার করলে ব্যাটারির ক্ষতি হতে পারে।
Read More : পুরাতন গাড়ি কেনার আগে আপনার এই ১০ টি বিষয় জানতেই হবে
দামের সাথে তুলনা করুন
নতুন মডেলের দাম জেনে নিন।
বাজার দামের চেয়ে অনেক কম হলে সেটি চুরি করা বা সমস্যাযুক্ত হতে পারে।
গ্যারান্টি / ওয়ারেন্টি আছে কিনা
এখনো ওয়ারেন্টি আছে কিনা জেনে নিন। থাকলে ভালো।
রসিদ বা প্রমাণপত্র থাকলে আরও নিরাপদ।
টেস্ট করার সময় নিন
৫–১০ মিনিট হাতে নিয়ে সব ফিচার টেস্ট করুন।
দোকান থেকে কিনলে রিটার্ন পলিসি আছে কিনা জেনে নিন।
পরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে ফিজিক্যাল অবস্থা + ব্যাটারি + নেটওয়ার্ক + সফটওয়্যার + দাম এগুলো যাচাই করলে প্রতারণা থেকে বাঁচবেন। কেননা মোবাইল ফোনের জন্য এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপনার যদি ভালো বাজেট থাকে তাহলে অবশ্যই নতুন মোবাইল কেনার চেষ্টা করবেন যদি আপনার বাজেট কম থাকে তাহলে পুরাতন মোবাইল কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে নিবেন।





