একটি আদর্শ ফুটবল মাঠ তৈরি করার জন্য নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক নিয়ম এবং মানদণ্ড অনুসরণ করতে হব্র আপনাকে, যা মূলত FIFA (Fédération Internationale de Football Association) দ্বারা নির্ধারন করা। একটি আদর্শ ফুটবল মাঠ তৈরি করার ক্ষেত্রে কিছু পরিমাপ দরকার আছে। যে পরিমাপ অনুযায়ী একটি মাঠ তৈরি করলে আদর্শ ফুটবল মাঠ হিসেবে নির্বাচিত হবে। একটি আদর্শ ফুটবল মাঠ তৈরি করার ক্ষেত্রে কি কি নিয়ম কারণ মেনে চলতে হয় তারা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
আদর্শ ফুটবল মাঠ তৈরির নিয়মসমূহ:
মাঠের মাপ (Dimensions):
দৈর্ঘ্য (Length)
একটি আন্তর্জাতিক ফুটবল মাঠের জন্য কিংবা ম্যাচের জন্য দৈর্ঘ্য হতে হবে 100–110 মিটার যা প্রায় (110–120 গজ)
প্রস্থ (Width)
একটি আন্তর্জাতিক ফুটবল মাঠ তৈরীর জন্য অথবা ম্যাচের জন্য প্রস্থ নির্ধারিত হবে প( 64–75) মিটার যা গজের হিসাবে মোৎ (70–80 গজ)
মাঠের পৃষ্ঠ (Surface)
শহরের কোন জায়গায় মাঠ হলে সেখানে প্রাকৃতিক ঘাস অথবা কৃত্রিম টার্ফ (FIFA অনুমোদিত হতে হবে)
সমান এবং ড্রেনেজ ব্যবস্থাসহ হতে হবে।আর গ্রামের কোন মাঠ হলে মূলত মাটিকে সমান করতে পারলে হবে ।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন
গোলপোস্টের মাপ
ফুটবল খেলার সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গোলপোস্টের মাপ।
একটি আদর্শ গোলপোস্টের উচ্চতা: 2.44 মিটার (8 ফুট)
একটি আদর্শ গোলপোস্টের প্রস্থ: 7.32 মিটার (24 ফুট)
গোলপোস্টে অবশ্যই কালার করতে হবে। একটি আদর্শ গোলপোস্ট এবং ক্রসবার সাধারণত সাদা রঙের এবং গোলাকার হয়ে থাকে।
পেনাল্টি এরিয়া
একটি আদর্শ মাঠের আদর্শ পেনাল্টি এরিয়া পরিমাপ করা থাকে। পেনাল্টি এরিয়া সাধারণত
গোললাইন থেকে 16.5 মিটার (18 গজ) দূরত্বে হয়ে থাকে। এবং একটি আদর্শ মাঠের পেনাল্টি এরিয়ার
প্রস্থ: 40.3 মিটার (44 গজ) হয়ে থাকে।
গোল এরিয়া (Goal Area)
একটি আদর্শ ফুটবল মাঠের জন্য পেনাল্টি এরিয়ার সাথে একটি গোল এরিয়াও আবশ্যক থাকে। ফুটবল মাঠের গোল এরিয়া সাধারণত ফুটবল মাঠের গোলপোস্ট থেকে মিটার হিসেবে মোট 5.5 মিটার এবং গজের হিসাবে মোত (6 গজ) করে বক্স হয়ে থাকে।
পেনাল্টি স্পট
একটি আদর্শ ফুটবল মাঠের পেনাল্টি স্পোর্টস সাধারণত গোললাইন থেকে 11 মিটার (12 গজ) দূরে হয়ে থাকে। আমরা গ্রামে কিংবা শহরে যে ফুটবল মার্কগুলো তৈরি করি সেখানে পেনাল্টি স্পট নির্ধারণ করতে আমরা হিমশিম খেয়ে থাকি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটি গোল পোস্ট থেকে পেনাল্টি স্পটের দূরত্ব মিনিমাম ১১ মিটার কিংবা ১২ গজ হতে হয়।
Read More : ভিডিও ইডিট করার জন্য সেরা ১০ টি মোবাইল এপস
সেন্টার সার্কেল
ফুটবল মাঠের যেখানে সেন্টার সার্কেল অর্থাৎ খেলা স্টার্ট হওয়ার জন্য বল মন পয়েন্টে বসানো থাকে সেটির ব্যাসার্ধ 9.15 মিটার (10 গজ) হয়ে থাকে।
কর্ণার (Corner Arc)
কর্নার এরিয়ার একটি নির্দিষ্ট পরিমাপ রয়েছে যা প্রতিটি কর্ণারে 1 মিটার ব্যাসার্ধের এক চতুর্থাংশ বৃত্ত আকা থাকে।
দর্শকদের সুরক্ষা ও গ্যালারি
দর্শকদের সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যারিয়ার বা দর্শক গ্যালারির পর্যাপ্ত জায়গা ও সিট থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে আলো ও পানির ব্যবস্থা থাকতে হবে।
রাতে খেলার জন্য পর্যাপ্ত ফ্লাডলাইট এর ব্যবস্থা করা রাখতে হবে এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠে পানি নিষ্কাশনের (drainage) সঠিক ব্যবস্থা করে রাখতে হবে।
বেঞ্চ ও টেকনিক্যাল এরিয়া:
মাটির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইদলের জন্য আলাদা আলাদা ব্যান্স এবং টেকনিক্যাল এরিয়া নির্ধারণ করে দেওয়া। দুই দলের কোচ, খেলোয়াড় ও সাথে রেফারিদের জন্য বিশেষ জায়গার ব্যবস্থা করে রাখতে হবে। সাধারণত দুই দল বসার জন্য মাঠের কেন্দ্র থেকে দুই পাশে দুটি আলাদা জায়গা করে দেওয়া হয়।
এছাড়াও মার যদি আন্তর্জাতিক মানের খেলা পরিচালনা হয় তাহলে মাঠের একপাশে যেখানে রেফারি বসে সেখানে VAR ব্যবস্থা করতে হয়। গ্রামের কোন জায়গায় যদি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় সেখানে সূর্যের বিপরীতমুখী হয়ে মঞ্চ তৈরি করতে হয়। যেহেতু গ্রামাঞ্চলে বিকালের দিকে খেলা অনুষ্ঠিত হয় সেহেতু পূর্ব মুখী মঞ্চ তৈরি করা নিরাপদ।