ইউটিউব ভিডিও SEO ( Search Engine Optimization) করার মানে হলো আপনার ভিডিও যখন ইউটিউব এখন গুগলে সার্চ করবে তখন যাতে সহজে আপনার ভিডিওটি খুঁজে পাওয়া যায়। আপনার ভিডিও যদি ইউটিউব ভিডিও SEO ( Search Engine Optimization) ভালোভাবে করতে না পারেন তাহলে youtube এবং google এর প্ল্যাটফর্মে আপনার ভিডিওটি সহজে খুঁজে পাওয়া যাবে না। কিভাবে আপনি ইউটিউব ভিডিও SEO ( Search Engine Optimization) করবেন তা আজকের এই আর্টিকেলে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেওয়া হল।
ভালো টাইটেল (Title) দিন
আপনার ইউটিউব ভিডিওর টাইটেলে ভালো কিওয়ার্ড যুক্ত করুন। এমন কিওয়ার্ড পছন্দ করুন যেটি সার্চ র্যাংকে টপে রয়েছে। আপনার ভিডিও এক টাইটেলটা এমন ভাবে রাখুন যাদের দর্শক আপনার টাইটেল দেখেই বুঝতে পারে যে আপনার ভিডিওটি কোন বিষয় নিয়ে তৈরি করা হয়েছে। তাই আপনার ভিডিওর টাইটেল টি আকর্ষণীয় এবং স্পষ্ট দেওয়ার চেষ্টা করুন।
ভিডিও ডেসক্রিপশন (Description)ভালো ভাবে লিখুন
ইউটিউব ভিডিও সার্চ র্যাংকে নিয়ে আসার ভিডিও ডেসক্রিপশন কাজ করে। আপনার ভিডিও রেসক্রিপশনে প্রথম দুই লাইনে গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করুন। এরপরে আপনার ভিডিওটি কি নিয়ে তৈরি তা একটু বিস্তারিত লেখার চেষ্টা করুন। এরপরে আপনার অন্যান্য ভিডিওর লিংক এবং সোশ্যাল মিডিয়ার লিংকগুলো আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারেন।
তথ্য ও প্রযুক্তি টেলিগ্রামে জয়েন করুন
আপনার ভিডিওটা সঠিক ট্যাগ (Tag)ব্যবহার করুন
আপনি কি জানেন একটা ইউটিউব ভিডিও টেক কিভাবে কাজ করে? কেউ যখন ইউটিউব ভিডিও দেখে তখন তার নিচে যে ভিডিওগুলো শো করে সবগুলো ট্যাগের উপর নির্ভর করে শু করে। দর্শক যে ভিডিওটি দেখে তার বিষয়বস্তুর সাথে আপনার ভিডিওর বিষয়বস্তু যদি মিলে যায় তখন নিচে আপনার ভিডিওটি ইউটিউব দেখাবে। তবে দর্শকের দেখা ভিডিওটির সাথে আপনার ভিডিও ট্যাগের মিল থাকতে হবে। আপনার ইউটিউব ভিডিও থেকে অতিরিক্ত ট্যাগ ব্যবহার করবেন না। সর্বোচ্চ পাঁচ থেকে দশটি ভালো ট্যাগ ব্যবহার করুন।
ভিডিওতে কাস্টম থাম্বনেইল (Thumbnail) দিন
একজন দর্শক আপনার ভিডিওর থাম্বেল দেখেই মূলত আপনার ভিডিওতে ক্লিক করবেন। তাই আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেইল ব্যবহার করুন। এমন একটি তামিল ব্যবহার করুন যে থাম্বেল দেখে মানুষ আকর্ষিত হই এমন আপনার ভিডিও সম্পর্কে জেনে আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়।
কিওয়ার্ড (Keyword Research) রিসার্চ করুন
আপনার ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করার ট্রাই করুন। আপনার ভিডিও যদি টেক সম্পর্কিত হয় আপনার ভিডিওতে টেক সম্পর্কিত কিওয়ার্ড রিসার্চ করুন। আপনার ভিডিও যদি রান্নার সম্পর্কিত হয় তাহলে রান্নার বিষয়ে কিওয়ার্ড তৈরি করুন। বর্তমানে কোন কিওয়ার্ডগুলো ট্রেন্ডিং-এ রয়েছে তা রিসার্চ করে বের করুন। (Keyword Research) করে সব সময় ট্রেন্ডিং কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন।
Read More : সফল ইউটিউবার (Success Youtuber) হওয়ার সম্পূর্ণ গাইডলাইন
ভিডিওর Watch Time ও Engagement বাড়ান
আপনার ভিডিও এর শুরুতে আকর্ষণীয় হুক দিন (প্রথম ১৫ সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ)।শুরুর প্রথম 15-20 সেকেন্ডে আপনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখুন। আপনার ভিডিওতে CTA দিন। অর্থাৎ আপনার ভিডিওতে Like, Comment, Subscribe করার জন্য বলুন। আপনার ভিডিওর শেষ দিকে অন্য একটি ভিডিও রিকমেন্ড করুন (End Screen)।আপনার ভিডিওতে সব সময় কার্ড ও এন্ডস্ক্রিন ব্যবহার করুন। এসব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ভিডিওতে যাতে Watch Time ও Engagement বাড়ে সেদিকে লক্ষ্য রাখা।
ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
আপনার ভিডিও ইউটিউবে প্রকাশের পর তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন।বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন : ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ব্লগ, ফোরামে ইফতারি জায়গায় আপনার ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন। এতে মানুষ আপনার ভিডিও দেখে উপকৃত হলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্য ভিডিও গুলো দেখতে আগ্রহী হবে।
ইউটিউব ভিডিও SEO ( Search Engine Optimization) করার জন্য উপরের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। উপরের এই বিষয়গুলো মেনে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত র্যাংক করবে।