• Home
  • Lifestyle
  • মানুষের ব্যক্তিত্ত্ব বোঝার সেরা ১৫ টি সংকেত জেনে নিন
মানুষের ব্যক্তিত্ত্ব

মানুষের ব্যক্তিত্ত্ব বোঝার সেরা ১৫ টি সংকেত জেনে নিন

Spread the love

মানুষের ব্যক্তিত্ত্ব বোঝার জন্য আপনাকে মানুষের কিছু আচার-আচরণ এবং চলাফেরার গতিবিধি লক্ষ করতে হবে। মানুষের ব্যক্তিত্ত্ব বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে মানুষের পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। তাই একজন মানুষ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে চাইলে তার গতিবিধি আপনাকে সম্পূর্ণরূপে লক্ষ্য করতে হবে। আজকের এই আর্টিকেলে মানুষের ব্যক্তিত্ত্ব বুঝার সেরা ১৫ টি সংকেত আপনাদেরকে বুঝিয়ে দেব। যেগুলো লক্ষ্য করলে আপনি একজন মানুষের সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন।

আসুন জেনে মানুষের পরিচিতি সম্পর্কে বোঝার সেরা ১৫ টি সংকেত সম্পর্কে

গুরুত্বপূর্ণ সময়ে ফোন ধরতে দেরি
আমাদের আশেপাশে অনেক ব্যক্তি রয়েছে যাদেরকে ফোন করলে তারা সহজে প্রথমবার ফোন রিসিভ করে না। এমনকি গুরুত্বপূর্ণ সময় ও তাদেরকে ফোন করলে তারা কখনো ফোন রিসিভ করে না। যদি কেউ এমন হয়েছে আপনি তাকে ফোন দিচ্ছেন অথচ সে প্রথমবার ফোন রিসিভ করেনা তাহলে ধরে নিবেন তার কাছে আপনার অগ্রাধিকার কম।

প্রশ্ন করলে চোখ ঘুরিয়ে নেওয়া
আপনি যখন কাউকে প্রশ্ন করবেন তখন যদি সে আপনার দিকে না তাকিয়ে চোখ ঘুরিয়ে ফেলে তাহলে মনে করবেন আপনার প্রশ্ন শুনে সে বিরক্তিবোধ করতেছে।

খারাপ খবর দিলে দীর্ঘ নীরবতা
আমাদের আশেপাশে অনেক ব্যক্তি আছে যারা খারাপ সংবাদ শুনলে অনেকে অ্যাটাক পর্যন্ত করে ফেলতে পারে। যদি কেউ খারাপ সংবাদ শুনে দীর্ঘ নীরবতা পালন করে তাহলে ধরে নিবেন সে বিরাট ধাক্কা খেয়েছে।

আনন্দের সময় হাসি ভাগ করা
অনেকে আনন্দ উদযাপন করে একা একা। যদি কেউ আপনার সাথে আনন্দ চপন করে এখন আনন্দের সময় আপনার সাথে হাসি পা ধরে তাহলে বুঝে নেবেন আপনার প্রতি তার বিশ্বাস রয়েছে।

ভুল করলে সাথে সাথে ক্ষমা চাওয়া
বুট করলে অনেক সাথে সাথে ক্ষমা চেয়ে নেয় আবার অনেকে কখনো হার মানতে রাজি নয়। যদি কেউ ভুল করে আপনার কাছে সাথে সাথে ক্ষমা চেয়ে নেয় তাহলে সেটা আন্তরিকতা।

ভুল ঢাকতে অজুহাত দেওয়া
দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে ভুল করে। যদি সে দায়িত্ব পালন করতে গিয়ে ভুল করে এবং সে ভুল এনার জন্য নানারকম অজুহাত দিতে থাকে তাহলে দায়িত্ব এড়ানোর ফন্দি করছে।

বারবার প্রশ্ন করা
আপনাকে কেউ একটি প্রশ্ন করাতে মজায় আবার একই প্রশ্ন বারবার করার চেষ্টা করে। যদি এমন হয় যে কেউ আপনাকে একই প্রশ্ন বারবার করার চেষ্টা করছে তাহলে আপনার প্রতি তার কৌতূহল / সন্দেহ আছে।

সাহায্যের প্রস্তাব দেওয়া
আপনার প্রতি কেউ সহানুভূতি দেখাতে চাইলে আপনাকে নিচ থেকে সাহায্যের প্রস্তাব দেবে। কেউ আপনাকে সাহায্য করার প্রস্তাব দিলে ধরনের বাণীটা সহানুভূতি।

কথা মাঝপথে থামানো
আমাদের আশেপাশে এমন কিছু ব্যক্তি আছে যখন আপনি গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনাকে কথার মাঝখানে তানিয়া চলার চেষ্টা করবেন। যদি এমন হয় যে কথার মাঝখানে আপনাকে কেউ তা মানার চেষ্টা করছে তাহলে সে আপনাকে দ্বিধায় ফেলতে চাচ্ছে।

কথা বলার সময় এগিয়ে আসা
কথা বলার সময় কেউ আপনার দিকে এগিয়ে আসার মানে আপনার প্রতি তার আগ্রহ।

মিটিংয়ে নোটপ্যাড ছাড়া আসা
গুরুত্বপূর্ণ মিটিং কল করেছেন অথচ কেউ যদি নোটপ্যাড ছাড়া আবার মিটিং অংশগ্রহণ করে ধরে নিবেন তার মিটিং এর জন্য প্রস্তুতি নেই।

নিজের জিনিস অন্যকে দেওয়া
আমরা গুরুত্বপূর্ণ ব্যবহারের জিনিস একে অপরের সাথে শেয়ার করে থাকি।যদি কেউ নিজের জিনিস আপনাকে দিয়ে থাকে তাহলে ধরে নিবেন আপনার প্রতি তার আস্তা রয়েছে।

নিজের বিষয়ে কম বলা
আড্ডা দেওয়ার মাঝখানে অনেকে নিজের সম্পর্কে বেশি বলার চেষ্টা করে আবার অনেকে নিজের সম্পর্কে বলতে মোটেও পছন্দ করেন না। যা নিজের বিষয়ে কম কথা বলে তার মানে এটা তার ব্যক্তিগত স্বভাব।

বারবার নিজের নাম বলা
অনেকেই কথা বলার সময় নিজের সম্পর্কে বেশি বলে এবং নিজের সুনাম করার চেষ্টা করে। তারমানে সে আত্মপ্রচার করছে।

কারও কথা শেষ করতে দেওয়া
আপনি যদি কারো পথে সম্মান প্রদর্শন করতে চান তাহলে তার কথা সম্পূর্ণ শেষ করতে দিন। যদি কেউ কথা বলার মাঝখানে আপনাকে থামিয়ে দেওয়া অথবা আপনার কথা সম্পূর্ণ শেষ করতে না দেয় তার মানে আপনার প্রতি তার সম্মান নেই।

মানুষের মনের ভাষা, শারীরিক ভাষা ও মুখের ভাষা বোঝার চেয়ে তার বর্তমান ব্যক্তিত্ত্ব সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। একজন মানুষ বর্তমানে কোন পরিস্থিতি যা আছে তা ধারণা নিয়ে তার সাথে চলাফেরা করা উচিত এবং তার সাথে সেভাবেই পরিস্থিতির সামল দেওয়া উচিত। উপরে কারো ব্যক্তিত্ত্ব জানার জন্য যে ১৫ টি শংকের দেওয়া হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো মেনে চললে আপনি যে কোন পরিস্থিতিতে যে কারো সাথে মিশে যেতে পারবেন।  


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *