• Home
  • Social Media
  • ভিডিও ইডিট করার জন্য সেরা ১০ টি মোবাইল এপস
ডিও ইডিট

ভিডিও ইডিট করার জন্য সেরা ১০ টি মোবাইল এপস

Spread the love

বর্তমানে ভিডিও ইডিট করার জন্য অনলাইনে অনেক ভালো ভালো মানের মোবাইল এপস আছে । আমাদের আজকের এই আর্টিকেলে ভিডিও ইডিট করার জন্য সেরা ১০ টি মোবাইল এপস (Android ও iOS উভয়ের জন্য সব জায়গায় পাওয়া যায়)আপনাদেরকে দিয়ে দিলাম। বাচ্চার মাধ্যমে আপনি খুব সহজে মোবাইলের সহযোগিতায় ভিডিও ইডিট করতে পারবেন প্রফেশনাল ভাবে।

KineMaster
এটি একটি সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেস।এটির মাধ্যমে আপনি মাল্টি-লেয়ার এডিটিং করতে পারবেন। এটির মাধ্যমে ট্রানজিশন, এফেক্টস, ভয়েসওভার, স্পিড কন্ট্রোল করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে এই অ্যাপটি খুবই জনপ্রিয়।

InShot
এই অ্যাপটি সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট।এটির মাধ্যমে আপনি খুব সহজে ভিডিও ক্রপ, ট্রিম, মিউজিক, টেক্সট, স্টিকার ইত্যাদি করতে পারবেন।
বর্তমান সময়ের জন্য TikTok, Instagram ও YouTube এর জন্য এটি একটি খুব জনপ্রিয় একটি সফটওয়্যার।

CapCut
এই অ্যাপসটি Tiktok এবং শর্ট ভিডিওর জন্য খুব ফেমাস।এই অ্যাপসটির মধ্যে Ai বেসড এডিটিং টুলস রয়েছে।এটি একটি ফ্রি এবং ওয়াটারমার্ক ছাড়া এক্সপোর্ট করার মত এপস।

Read more : ২০৩০ সালে সাইবার সিকিউরিটি টিপস সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ আইডিয়া

Adobe Premiere Rush
এই এস্টের মাধ্যমে প্রফেশনাল কোয়ালিটির ভিডিও এডিট করতে পারবেন। সেই সাথে এই অ্যাপসটির মাধ্যমে কালার কারেকশন, ট্রানজিশন, মিউজিক লাইব্রেরি ইত্যাদি করতে পারবেন।
এই অ্যাপসটি Adobe অ্যাকাউন্টের সাথে সিঙ্ক।

VN Video Editor
এই অ্যাপসটি বাংলাদেশের জন্য একদম ফ্রি এবং এই অ্যাপসটির মধ্যে কোন ওয়াটারমার্ক নেই।
এটিতে খুব সহজ ইন্টারফেস রয়েছে।
এই একট এর মধ্যে কাস্টম মিউজিক, ট্রানজিশন, ফিল্টার রয়েছে।

FilmoraGo
এটি একটি সহজ এবং স্টাইলিশ টেমপ্লেট। এই আস্থির মাধ্যমে আপনি খুব সহজে স্লো-মোশন, রিভার্স ভিডিও ইত্যাদি অপশন পেয়ে যাবেন।
সেই সাথে এখানে আপনি থিম ও এফেক্টস পেয়ে যাবেন।

PLEASE JOIN TECH TELEGRAM CHANNEL

PowerDirector
এই অ্যাপসটির মধ্যে 4K ভিডিও সাপোর্ট রয়েছে।
এখানে আপনি খুব সহজে মাল্টি-ট্র্যাক টাইমলাইন পেয়ে যাবেন। গ্রিন স্কিন ভিডিও এডিট করার জন্য ক্রোমা কি (Green Screen) পেয়ে যাবেন।

VivaVideo
এটি একটি প্রফেশনাল এবং ফান ভিডিও এডিটিং এপস। এই অ্যাপসটির মধ্যে আপনি মিউজিক, স্টিকার, ফিল্টার অপশন পেয়ে যাবেন।
এই অ্যাপসটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি একদম খুব কম সময়ের মধ্যে স্লাইডশো তৈরির সুবিধা পেয়ে যাবেন।

Quik by GoPro
এটি হচ্ছে অটোমেটিক এডিটিং এপস।
এই অ্যাপসটি আপনি ভিডিওর জন্য বেস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপসটির একটি বিশেষত্ব হচ্ছে, এই অ্যাপসটির মাধ্যমে আপনি খুব দ্রুত ভিডিও বানাতে পারবেন।

YouCut
এই অ্যাপসটি বর্তমানে একদম ফ্রি এবং এই এপস টিতে কোনো ওয়াটারমার্ক নেই।আপনি চাইলে এটির মাধ্যমে খুব সহজে ভিডিও কম্প্রেশন, ট্রানজিশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি করতে পারবেন।
এটি সোশ্যাল শেয়ার ফ্রেন্ডলি একটি এপস।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *